4:01 pm , December 27, 2023

ঝালকাঠি প্রতিবেদক ॥ ঝালকাঠিতে বৈশাখী টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। ১৯ বছরে পদার্পনে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ঝালকাঠি জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম, পুলিশ সুপার আফরুজুল হক টুটুল ও ঝালকাঠি জেলা পরিষদ চেয়ারম্যান খান সাইফুল্লাহ পনির । ২৭ ডিসেম্বর বেলা ১১টায় টেলিভিশন সাংবাদিক ফোরামের কার্যালয়ে কেক কেটে বৈশাখী টিভির জন্মদিন উদযাপন করা হয়। আনন্দঘন এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি চেম্বারের সভাপতি মুনিরুল ইসলাম তালুকদার, ডিইউজের সহ সভাপতি মানিক লাল ঘোষ, ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি কাজী খলিলুর রহমান, দূরযাত্রা সম্পাদক জিয়াউল হাসান পলাশ ও টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আজমীর হোসেন তালুকদার, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি মো: এমদাদুল হক স্বপন, সাধারণ সম্পাদক রিয়াজুর ইসলাম বাচ্চু, সাংবাদিক দিবস তালুকদার। অনুষ্ঠান উপাস্থাপনা করেন টেলিভিশন সাংবাদিক ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম রেজাউল করিম।