4:17 pm , October 30, 2023

ঝালকাঠি প্রতিনিধি ॥ ঝালকাঠিতে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা জেলা বিএনপির সদস্য সচিব শাহাদাৎ হোসেনের চেম্বারে হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় তাঁরা দুটি মোটরসাইকেলও ভাঙচুর করে। রবিবার বেলা ১১টার দিকে একদল যুবক লাঠিসোটা নিয়ে শহরের মহিলা কলেজ সড়কে এ ঘটনা ঘটে। পুলিশ বিএনপির তিন নেতাকর্মীসহ জেলার বিভিন্ন স্থান থেকে ১৮ জনকে আটক করেছে।
জেলা বিএনপির সদস্য সচিব শাহাদাৎ হোসেন অভিযোগ করেন, সকালে তিনি চেম্বারের কাজ শেষে আদালতে যান। কিছুক্ষণ পরেই যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে তাঁর চেম্বারে হামলা চালায় ও চেম্বারের সামনে থাকা দুটি মোটরসাইকেলও ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় চেম্বারের ভেতর থেকে বিএনপি নেতা জুবায়ের হোসেন, বিএনপির মিডিয়া সেলকর্মী আরিফ হোসেন ও বিএনপি সমর্থিত আইনজীবী মো. তুষারকে আটক করে।
এদিকে হরতালের আগের রাত ও হরতালের দিন সকালে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে জেলার বিভিন্ন স্থান থেকে আরো ১৫ জন নেতাকর্মীকে আটক করেছে।
ঝালকাঠি থানার ওসি নাসির উদ্দিন সরকার জানান, ভাঙচুরের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।