নলছিটিতে ইউপি মেম্বরের বিরুদ্ধে সামাজিক বনায়নের গাছ লুটের চেষ্টা নলছিটিতে ইউপি মেম্বরের বিরুদ্ধে সামাজিক বনায়নের গাছ লুটের চেষ্টা - ajkerparibartan.com
নলছিটিতে ইউপি মেম্বরের বিরুদ্ধে সামাজিক বনায়নের গাছ লুটের চেষ্টা

3:35 pm , January 25, 2022

 

রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি ॥ নলছিটি উপজেলার মগর ইউনিয়নে সামাজিক বনায়নের গাছ কেটে লুটের সময় বন বিভাগ প্রায় ৩ লাখ টাকার গাছ উদ্ধার করেছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টার দিকে এ গাছ উদ্ধার করা হয়। এদিকে মগড় ইউনিয়ন পানি ব্যবস্থাপনা কমিটির সভাপতি বাদী হয়ে মেম্বর ফজলু খানকে আসামী করে আদালতে মামলা করার প্রস্তুতি নিয়েছে।
এ বিষয়ে মগড় ইউনিয়ন পানি ব্যবস্থাপনা কমিটির সভাপতি আলমগীর হোসেন খান জানান, ইউপি চেয়ারম্যান বা মেম্বরের এ গাছ কাটার কোন এখতিয়ার নেই। কারন সামাজিক বনায়ন প্রকল্পের মাধ্যমে এলজিইডির সহায়তায় সমিতির সদস্যরা বরাদ্দ টাকায় এ গাছ লাগিয়ে পরিচর্যা করেছি। তাই গাছের মালিক ইউনিয়ন পরিষদ না হওয়ায় চেয়ারম্যান মেম্বর এ গাছ কাটতে পারেনা। গত ২৪ জানুয়ারি গাছ কাটার খবর পেয়ে যখন আমি এলাকার মেম্বর ফজলু খানকে মোবাইল দিয়েছি তখন সে আমাকে বলেছে গাছের মালিক ইউনিয়ন পরিষদ। এরপর সামিতির পক্ষ থেকে বাঁধা দিয়ে আমি সাথে সাথে বিষয়টি জেলা প্রশাসক এবং বন বিভাগকে অবহিত করেছি। এরপর নলছিটি বন বিভাগ বিকেল সাড়ে ৪ টার দিকে আমিরাবাদ সুমন খানের স্বমিল থেকে প্রায় ৩ লাখ টাকার গাছ জব্দ করেছে। আমি এ বিষয়ে মেম্বর ফজলু খাঁকে বিবাদী করে আদালতে মামলা করার সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। মঙ্গলবার মামলা করে এ বিষয়ে আইনের আশ্রয় নিব।’’
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ঝালকাঠি কার্যালয় সূত্রে জানা গেছে, ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন সেক্টর প্রকল্পের অধীনে ২০০১-০২ অর্থবছরে নলছিটি মগড় ইউনিয়নের আমিরাবাদ বাজার হয়ে খাওখীর মিল ঘড় পর্যন্ত প্রায় ২ কিলোমিটার সড়কের পাশে সামাজিক বনায়ন প্রকল্প করা হয়। এ সময় রেইনট্রি, মেহগনি, কড়ই, শিশু, আকাসমনিসহ বিভিন্ন প্রজাতির প্রায় ৫ হাজার গাছ লাগানো হয়। মগড় ইউনিয়ন পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি এই বনায়নে যুক্ত ছিল। কিন্তু মগর ইউপি চেয়ারম্যান ও সদস্য গত ২২ ও ২৩ জানুয়ারি দুইদিনে প্রায় ১০ লাখ ছোট-বড় ৫ শতাধিক গাছ বিক্রি করেছে স্থানীয় গাছ ব্যবসায়ী মো. আফাংউদ্দিনের কাছে। গাছ ব্যবসায়ী আফাংউদ্দিনের ১০-১৫ জন শ্রমিক দিয়ে গাছগুলো কেটে দ্রুত ট্রলারে সরিয়ে নিয়ে যাচ্ছিল। কিন্তু এই বনায়নের গাছ গুলো ইউপি চেয়ারম্যান মো.এনামুল হক শাহিনের নির্দেশে ওয়ার্ডের ইউপি সদস্য ফজলু খাঁ বিক্রি করার অভিযোগ করেছে

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT