লালমোহনে সন্তান রেখে পরীক্ষা দিচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষার্থী দুই মা লালমোহনে সন্তান রেখে পরীক্ষা দিচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষার্থী দুই মা - ajkerparibartan.com
লালমোহনে সন্তান রেখে পরীক্ষা দিচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষার্থী দুই মা

2:15 pm , November 21, 2021

লালমোহন প্রতিবেদক ॥ এবছরের এসএসসি ও সমমানের সমাপনী পরীক্ষায় ভোলার লালমোহনে নানীদের কোলে সন্তান রেখে পরীক্ষা দিয়েছেন দুই মা। রোববার লালমোহন মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করেন ওই মায়েরা। এরমধ্যে একজন সুমি আক্তার। তার এক বছরের মেয়েকে পরীক্ষা কেন্দ্রের বাহিরে নানীর কোলে রেখে ভিতরে পরীক্ষায় অংশ নেয় সে। সুমি বালুরচর হাট ইসলামিয়া দাখিল মাদ্রাসা থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেছে। বাহিরে থাকা ওই ছাত্রী সুমির মা রেনু বিবি বলেন, দুই বছর আগে ঢাকায় বেড়াতে গিয়ে একজনের সাথে সর্ম্পক করে বিয়ে হয় সুমির। এরপর সন্তান হয় তার। তবে পড়ালেখা চালিয়ে যেতে চায় সুমি। যার জন্য দাখিল পরীক্ষায় অংশ নেয় সে। অন্যদিকে, একই কেন্দ্রের বাহিরে মাত্র ১৪ দিনের এক শিশুকে কোলে নিয়ে বসে থাকতে দেখা যায় এক মহিলাকে। তার থেকে খোঁজ নিয়ে জানা যায়, কোলে থাকা শিশুটির নাম আলী। তার মা লাইজু ভিতরে পরীক্ষা দিচ্ছে। লাইজু লর্ডহার্ডিঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এবছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। করোনায় দীর্ঘদিন বিদ্যালয় বন্ধ থাকায় পারিবারিকভাবে স্থানীয় এক যুবকের কাছে বিয়ে হয় তার। সামনে পড়ালেখা চালিয়ে যেতেই সন্তান জন্মের পরেও লাইজু পরীক্ষায় অংশ নেন বলে জানা যায়। এব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, করোনায় দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে কিছু অসচেতন পরিবার তাদের সন্তানদের বিয়ে দিয়েছে। তারপরেও যেহেতু ওই শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিয়েছে, তা অবশ্যই ভালো কাজ। আমরা এসব শিক্ষার্থীদের পড়ালেখা অব্যাহত রাখতে সর্বোচ্চ চেষ্টা করবো। এছাড়াও প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের বাল্যবিয়ে রোধের জন্য সকলকে সর্তক করা হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT