কোরবানীর মাংস আনতে গিয়ে ফেরা হলো না ব্যবসায়ীর কোরবানীর মাংস আনতে গিয়ে ফেরা হলো না ব্যবসায়ীর - ajkerparibartan.com
কোরবানীর মাংস আনতে গিয়ে ফেরা হলো না ব্যবসায়ীর

2:24 pm , July 23, 2021

লালমোহন প্রতিবেদক ॥ ভোলার লালমোহনে ঈদের দিন কোরবানীর মাংস আনতে গিয়ে দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় মো. ফারুক (৫৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি লালমোহনের পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও লালমোহন বাজারের চৌরাস্তা মোড় এলাকার জুতা ব্যবসায়ী। ঈদের দিন দুপুর ১ টার দিকে লালমোহন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের লঞ্চঘাট এলাকার হাওলাদার বাড়ির দরজায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ব্যবসায়ী ফারুকসহ কয়েকজন মিলে গরু কোরবানী দেন। ঈদের দিন দুপুরের দিকে তিনি বাড়ি থেকে রিকশা যোগে বের হয়ে হাওলাদার বাড়িতে কোরবানীর গোস্ত আনতে যান। পরে হাওলাদার বাড়ির দরজা এলাকায় রিকশা থেকে নেমে চালককে ভাড়া দেওয়ার সময় হঠাৎ একটি দ্রুতগামী মোটরসাইকেল এসে তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ফারুক পৌরসভা ১ নং ওয়ার্ডের মৃত সিদ্দিক মিয়ার ছেলে। লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT