মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবক দলের সদস্যদের স্বাক্ষর জাল করে পদত্যাগের ঘটনায় সংবাদ সম্মেলন মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবক দলের সদস্যদের স্বাক্ষর জাল করে পদত্যাগের ঘটনায় সংবাদ সম্মেলন - ajkerparibartan.com
মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবক দলের সদস্যদের স্বাক্ষর জাল করে পদত্যাগের ঘটনায় সংবাদ সম্মেলন

1:51 pm , April 16, 2021

মঠবাড়িয়া প্রতিবেদক ॥ পিরোজপুরের মঠবাড়িয়ায় সদ্য ঘোষিত স্বেচ্ছাসেবক দলের সদস্যদের স্বাক্ষর জাল করে পদত্যাগের অভিযোগ করা হয়েছে । শুক্রবার দুপুরে উপজেলা বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে সদ্য ঘোষিত কমিটির আহবায়ক আসাদুজ্জামান সোহেল এ অভিযোগ করেন । সংবাদ সন্মেলনে তিনি বলেন, গত ১১ এপ্রিল পিরোজপুর জেলা কমিটি মঠবাড়িয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের পুরাতন কমিটি বিলুপ্ত করে ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করেন। ঘোষিত কমিটির ১নং যুগ্ম আহবায়ক শামীম হাসান রনি মুন্সী কয়েকজন যুগ্ম আহবায়ক ও সদস্যদের ভুল বুঝিয়ে ও কিছু স্বাক্ষর জাল করে সংবাদ সম্মেলন করে ১৩ সদস্যের পদত্যাগের ঘোষণা দেন। যা দুঃখজনক ও দলের জন্য ক্ষতিকর। পরবর্তীতে উক্ত সদস্যরা ভুল বুঝতে পেরে ঘোষিত কমিটির প্রতি আস্থা এনে ১৩ জন সদস্যদের মধ্যে ১০ জন সদস্য নতুন কমিটির প্রতি একাত্মতা ঘোষণা করেছেন। এসময় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তির কামনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ইসমাইল হোসেন হাওলাদার, সদস্য খায়রুল আমিন পিন্টু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আল-আমিন নাজাত, যুগ্ম আহবায়ক সাজ্জাদ হোসেন, সাইফুদ্দিন সোহেল, মুছা আহমেদ রাজা, রাসেল হাওলাদার, আল-আমিন, মোস্তাফিজুর রহমান হেলাল, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আতিক মৃধা প্রমুখ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT