ভোলায় দফায় দফায় সংঘর্ষ বাস ভাংচুর-পুলিশের লাটিচার্জ ভোলায় দফায় দফায় সংঘর্ষ বাস ভাংচুর-পুলিশের লাটিচার্জ - ajkerparibartan.com
ভোলায় দফায় দফায় সংঘর্ষ বাস ভাংচুর-পুলিশের লাটিচার্জ

2:49 pm , February 3, 2021

মো. আফজাল হোসেন, ভোলা ॥ ভোলায় যাত্রীবাহি বাসের সাথে মুরগী বোঝাই বোরাকের মুখোমুখী সংঘর্ষ হয়েছে। এতে বোরাক চালক নিহত এবং অন্তত ১০জন আহত হয়েছে। এ ঘটনার পর দফায় দফায় সংঘর্ষ হয়েছে। হামলা হয়েছে ফায়ার সার্ভিস কর্মীদের উপর। বাস ভাংচুর করেছে উত্তিজত গ্রামবাসী। বাসটি আটক করেছে পুলিশ। গতকাল সকাল ১০টায় ভোলা সদর উপজেলার আলী নগর ইউনয়িনরে মাদ্রাসা বাজারের পাশে এ ঘটনা ঘটে। ঐ সময় ভোলা বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টারমিনাল থেকে যাত্রী নিয়ে ইসরাত এক্সপ্রেস বাস ভেদুরিয়ার উদ্দেশ্যে রওনা দেয়। এসময় বিপরীত দিক থেকে থেকে বয়লার মুরগীর বাচ্চা বোঝাই বোরাকের সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এঘটনায় দুমরে-মুচরে যায় বোরাকটি। ঘটনাস্থলেই বোরাক চালক মো: কবির হোসেন মারা যায়। নিহত কবির হোসেন পৌরসভার চরনোয়াবাদ পুলিশ লাইন্স এর পাশে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন পৌরসভার ৪নং ওয়ার্ড কমিশনার মো: শওকত হোসেনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা এবং নিহতর স্বজনররা। নিহতর স্বজনরা লাশ দেখে কান্নায় ভেঙ্গে পড়েন। তারা বিচার দাবী করেন। বাসটিকে নিতে বাধা দেয়। নিহতর স্বজনরা বলেন, থানায় বাস নিলে পুলিশ টাকার বিনিময় বাস ছেড়ে দিবে। এভাবেই একের পর ঘটনার পর তাদের বিচার হয় না। বাস মালিক সমিতির পক্ষের লোকজন তাদের উপর হামলা চালিয়েছে বলেও তারা অভিযোগ করেন। পরে স্থানীয় গ্রামবাসি উত্তেজিত হয় ঘাতক বাসটিকে ভাংচুর করে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা এলে তাদের উপর উত্তেজিত গ্রামবাসি হামলা চালায়। এক পর্যায় উত্তেজিত গ্রামবাসীর সাথে দফায় দফায় সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ভোলা সদর থানার ওসি মো: এনায়েত হোসেন এর নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ও ডিবি পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বাসটিকে উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের দাবী বাসটি খুবই বেপরোয়া গতিতে ছিল। রাস্তার মোড় ঘুরতে গিয়েই এই দুর্ঘটনা ঘটে। তবে বাসটি বোরাকটিকে চাকার সাথে বহুদুর পর্যন্ত নিয়ে গেছে। ঘটনাস্থলেই মারা যায় মো. কবির। মর্মান্তিক এ ঘটনার বিবরন দিতে গিয়ে স্থানীয়রা অনেকেই কান্নায় ভেঙ্গে পড়েন। অপরদিকে দফায় দফায় চলা সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে। স্থানীয়দের এই সংঘর্ষ নিয়ন্ত্রনে আনতে পুলিশকে বেশ কয়েকবার লাঠিচার্জ করতে হয়েছে।
ভোলা সদর মডেল থানার ওসি মো: এনায়েত হোসেন বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনেছি। বাসটি উদ্ধার হয়েছে। বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT