ভান্ডারিয়ায় দুই দিন ব্যাপী উপজেলা সাংস্কৃতিক উৎসব শুরু ভান্ডারিয়ায় দুই দিন ব্যাপী উপজেলা সাংস্কৃতিক উৎসব শুরু - ajkerparibartan.com
ভান্ডারিয়ায় দুই দিন ব্যাপী উপজেলা সাংস্কৃতিক উৎসব শুরু

3:08 pm , January 25, 2021

 

ভান্ডারিয়া প্রতিবেদক ॥ ‘৫৬ হাজার বর্গমাইলের শিল্প-সংস্কৃতির আলো’ পৌঁছে দিতে চায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি। এরই অংশ হিসেবে দেশের ১০টি উপজেলায় পর্যায় ক্রমেওইসব উপজেলার শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে দুদিনব্যাপী সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় দু’দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব শুরু হয়েছে । বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজনে জেলা প্রসাশন পিরোজপুর, উপজেলা প্রশাসন ভান্ডারিয়া’র সহযোগিতায় পিরোজপুর জেলা শিল্পকলা একাডেমি ও ভান্ডারিয়া উপজেলা শিল্পকলা একাডেমি বাস্তবায়নে ২৫ জানুয়ারি সোমবার সন্ধ্যায় উপজেলা শিল্পকলা একাডেমি মুক্ত মঞ্চ সাংস্কৃতিক উৎসব হয়। ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আলম নবীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পিরোজপুর জেলা প্রসাশক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন, পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মহিউদ্দিন মহারাজ, শিল্পকলা একাডেমির জাতীয় পরিষদের সদস্য ও শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের কার্যকরি পরিষদের সদস্য নাট্যজন সৈয়দ দুলাল, পিরোজপুর জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মোঃ জিয়াউল আহসান গাজী প্রমূখ। এসময় আরো উপস্থিত ছিলেন পিরোজপুর অতিরিক্ত জেলা প্রসাশক চৌধুরী রওশন ইসলাম, ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ এস এম মাকসুদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফাইজুর রশিদ খসরু, উপজেলা আওয়ামীযুবলীগের সাধারণ সম্পাদক এহসাম হাওলাদার প্রমূখ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT