ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নোমানী, সাধারণ সম্পাদক মশিউর ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নোমানী, সাধারণ সম্পাদক মশিউর - ajkerparibartan.com
ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নোমানী, সাধারণ সম্পাদক মশিউর

3:14 pm , December 1, 2020

সুশান্ত সাহা, ঢাকা অফিস ॥ ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ২০২১ সালের কার্যনির্বাহী কমিটিতে বরিশালের ৬ কৃতি সন্তান নির্বাচিত হয়েছেন। তারা হলেন, সহ-সভাপতি ওসমান গণি বাবুল, সাধারণ সম্পাদক মসিউর রহমান খান, যুগ্ম সম্পাদক আরাফাত দাড়িয়া, সাংগঠনিক সম্পাদক মাইনুল হাসান সোহেল, কার্যনির্বাহী সদস্য এম এম জসিম ও রফিক রাফি। ওসমান গণি বাবুল পটুয়াখালীর জেলার বাউফল উপজেলার বালিয়া গ্রামের আব্দুল ওয়াজেদ মুন্সির ছেলে, মশিউর রহমান খান ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার পৌর এলাকায় আলী আকাব্বর খানের ছেলে, মাইনুল হোসেন সোহেল বরিশাল জেলার উজিরপুর উপজেলার শোলক গ্রামের আ: কাদের হাওলাদারের ছেলে, আরাফাত দাড়িয়া পিরোজপুর জেলার রুনবানিয়া গ্রামের এম এ মজিদ দাড়িয়ার ছেলে, এম এম জসিম ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার টবগী গ্রামের খোরশেদ আলমের ছেলে, রফিক রাফি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার শিয়ারঘুনি একে এম শাহজাহানের ছেলে ।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ২০২১ সালের কার্যনির্বাহী কমিটির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সিনিয়র রিপোর্টার মুরসালিন নোমানী এবং সাধারণ সম্পাদক হয়েছেন সমকালের সিনিয়র রিপোর্টার মসিউর রহমান খান।
সোমবার সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়? মোট এক হাজার ৬৯৩ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন এক হাজার ৩৮১ জন। ডিআরইউ ২০২১ সালের কার্যনির্বাহী কমিটির ২১ পদের মধ্যে ১৮ পদে ৩৮ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটির নির্বাচনে সহ-সভাপতি পদে ওসমান গণি বাবুল (৭২ টিভি); যুগ্ম সম্পাদক পদে আরাফাত দাড়িয়া, অর্থ সম্পাদক পদে শাহ আলম নূর (এশিয়ান এইজ), সাংগঠনিক সম্পাদক পদে মইনুল হাসান সোহেল (ইনকিলাব); দপ্তর সম্পাদক পদে জাফর ইকবাল (দৈনিক সংগ্রাম); তথ্য ও প্রশিক্ষণ সম্পাদক পদে হালিম মোহাম্মদ (দৈনিক জাগরণ), সাংস্কৃতিক সম্পাদক মিজান চৌধুরী-(পূর্বাপর); ক্রীড়া সম্পাদক পদে মাকসুদা লিসা (ডেইলি ভয়েজ অফ এশিয়া) এবং আপ্যায়ন সম্পাদক পদে মোহাম্মদ নঈমুদ্দীন (রাইজিং বিডি) নির্বাচিত হয়েছেন।
তিনটি সম্পাদকীয় পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৩ জন নির্বাচিত হয়েছেন। তারা হলেন- নারী বিষয়ক সম্পাদক রীতা নাহার (বৈশাখী টেলিভিশন), প্রচার ও প্রকাশনা সম্পাদক মাইদুর রহমান রুবেল (আরটিভি) এবং কল্যাণ সম্পাদক পদে খালিদ সাইফুল্লাহ (নয়াদিগন্ত)। এছাড়া কার্যনির্বাহী সাতটি সদস্য পদে নয়জন নির্বাচন করছেন।
তারা হলেন-এম এম জসিম (বিজনেস স্ট্যান্ডার্ড), আজিজুর রহমান (রহমান আজিজ) (ঢাকা টাইমস), রুমানা জামান (ভোরের কাগজ), মো. মাহবুবুর রহমান (বিটিভি), রফিক রাফি (নিউ নেশন), নার্গিস জুঁই (বিটিভি) এবং জাহাঙ্গীর কিরণ (মানবকন্ঠ)।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি রিয়াজ উদ্দিন আহমেদ। এছাড়া নির্বাচন কমিশনার ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক দু’জন নেতা মঞ্জুরুল আহসান বুলবুল ও এম এ আজিজ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT