‘ক্ষমতাসীন পিতার দম্ভেই সন্তান দানব হয়’ ‘ক্ষমতাসীন পিতার দম্ভেই সন্তান দানব হয়’ - ajkerparibartan.com
‘ক্ষমতাসীন পিতার দম্ভেই সন্তান দানব হয়’

2:54 pm , October 28, 2020

 

বাংলা ইনসাইডার ॥ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন ‘ক্ষমতাসীন পিতার দম্ভেই ইরফান সেলিমের মতো দানব তৈরী হয়। এটা পিতার ব্যর্থতা, সরকার বা দলের নয়।’ দেশের সাম্প্রতিক সময়ে আলোচিত ইরফান সেলিম কান্ড নিয়ে বাংলা ইনসাইডারের সঙ্গে একান্ত সাক্ষাতকারে তিনি একথা বলেন।’ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বলেন ‘ইরফান সেলিম যে কান্ড করেছে, তা অনাকাংখিত, অনভিপ্রেত এবং ক্ষমার অযোগ্য। এই ঘটনার সাথে সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কঠিনতম ব্যবস্থা গ্রহন করেছেন। আইনের দ্রুত এবং যথাযথ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে তিনি অপকর্মকারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের নির্দেশ দিয়েছেন।’ জাহাঙ্গীর কবির নানক বলেন ‘এটা কেবল হাজী সেলিম বা ইরফানের জন্য নয়, পুরো আওয়ামী লীগের জন্য একটা গুরুত্বপূর্ণ এবং স্পষ্ট বার্তা। এরকম ক্ষমতার দম্ভে যারা দেখান, তাদের এখনই ভালো হয়ে যেতে হবে।’ নানক বলেন ‘আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী বার বার অপকর্ম, দুর্নীতি এবং অনিয়মের বিরুদ্ধে তার জিরো টলারেন্সের কথা জানান দিচ্ছেন। কিন্তু ক্ষমতার দম্ভে আওয়ামী লীগের পরিচয় বহনকারী কিছু ব্যক্তির কানে যেন এই বার্তা যাচ্ছে না। যারা শেখ হাসিনার সংকেত বুঝতে পারেন নি, ইরফানের ঘটনায় হয়তো তাদের ঘুম ভাঙ্গবে।’ জাহাঙ্গীর কবির নানক বলেন ‘আওয়ামী লীগ সভাপতি একদিকে যেমন দেশকে এগিয়ে নিয়ে যাবার জন্য কাজ করছেন, অন্যদিকে তিনি দুর্নীতি, অনিয়ম বন্ধে দিনরাত পরিশ্রম করছেন। শেখ হাসিনার এই উদ্যোগে আওয়ামী লীগকে সহায়ক ভূমিকা পালন করতে হবে।’ তিনি বলেন ‘শুধু আনুষ্ঠানিক মিটিং নয়, অপকর্মকারী দানবদের বিরুদ্ধে আওয়ামী লীগকে কাজ করতে হবে। প্রধানমন্ত্রীকে এব্যাপারে আমাদের সহযোগিতা করতে হবে।’ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বলেন ‘এব্যাপারে আমাদেরও ব্যর্থতা আছে। ইরফান একদিনে তৈরী হয়নি। তার অতীত কর্মকান্ড কেন আমাদের নজরে আসেনি, তা খতিয়ে দেখতে হবে। ঘটনা ঘটার পর কেন আমরা ইরফান, শাহেদ কিংবা পাপিয়াদের বিরদ্ধে ব্যবস্থা নেই, সে ব্যাপারে আত্ম সমালোচনা করার সময় এসেছে।’ নানক বলেন ‘দলের ভেতর থেকে দলের পরিচয় ব্যবহার করে যারা অপকর্ম করছে, তাদের সাংগঠনিক নজরদারী এবং জবাবদিহিতার মধ্যে আনতেই হবে।’ তিনি বলেন ‘আওয়ামী লীগ সভাপতি বার বার ইরফানের মতো এসব দূর্বৃত্ত এবং অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কথা বলছেন। এখন আওয়ামী লীগকে অনুপ্রবেশকারী মুক্ত করার দায়িত্ব আমাদের।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT