লালমোহনে ভাইস চেয়ারম্যান মাসুমার মনোনয়ন অবৈধ লালমোহনে ভাইস চেয়ারম্যান মাসুমার মনোনয়ন অবৈধ - ajkerparibartan.com
লালমোহনে ভাইস চেয়ারম্যান মাসুমার মনোনয়ন অবৈধ

2:46 pm , October 18, 2020

শিখাকে ভাইস চেয়ারম্যান ঘোষণা

লালমোহন প্রতিবেদক ॥ লালমোহন উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা খানমকে অবৈধ ঘোষণা করেছে আদালত। একইসাথে শিখা আফরোজকে মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হয়। রোববার ভোলার নির্বাচন ট্রাইব্যুনালে এ রায় ঘোষণা করেন বিচারক মুহাম্মদ জাকারীয়্যা। এর আগে শিখা আফরোজ নির্বাচন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। মামলার অভিযোগে মুড়ির সাথে ভোটের ব্যবধান, এজেন্ট বের করে দিয়ে জাল ভোট প্রদান ও এমপিভুক্ত স্কুলে চাকরী করে বেতন উত্তোলন করেন মাসুমা বেগম এসব সংযুক্ত করে দেন শিখা আফরোজ। ২০১৯ সালের মার্চ মাসে লালমোহনে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এর প্রায় ২০ মাস পরে রোববার ভোলার নির্বাচন ট্রাইব্যনাল আদালতে এ মামলার রায় ঘোষণা করা হয়। রায়ে বিচারক বলেন, ভাইস চেয়ারম্যান একটি লাভজনক পদ এবং এমপিওভুক্ত স্কুলে শিক্ষকতাও একটি লাভজনক পদ। আইন অনুযায়ী একই ব্যক্তি দুটি লাভজনক পদে সুযোগ-সুবিধা গ্রহণ করতে পারে না। একারণে মাসুমা বেগমের মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয় এবং মামলার বাদী শিখা আফরোজকে মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT