লালমোহনের ফরাজগঞ্জ ইউপির তিন চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার লালমোহনের ফরাজগঞ্জ ইউপির তিন চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার - ajkerparibartan.com
লালমোহনের ফরাজগঞ্জ ইউপির তিন চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

3:33 pm , September 30, 2020

লালমোহন প্রতিবেদক ॥ লালমোহন ফরাজগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১০ চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ৩ জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এরা হলো আবুল বাশার সেলিম, রেহেমের রহমান বুলবুল ও মোঃ আলমগীর। ইউপি সদস্য পদে ৭নং ওয়ার্ডের আল ইসলামও মনোনয়নপত্র প্রত্যাহার করেন। তবে প্রত্যাহারের শেষ তারিখ ৩ অক্টোবর। ওই সময়ের মধ্যে চেয়ারম্যান পদে আরো প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারেন। আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নৌকা প্রতীক পেয়েছেন ফরহাদ হোসেন মুরাদ। তার সাথে একই দলের আরো ৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। ইসলামী আন্দোলনের একজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেও বিএনপির কোন প্রার্থী নেই এ ইউনিয়নে। বুধবার পর্যন্ত ৭জন চেয়ারম্যান প্রার্থী, ১৩ জন সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য প্রার্থী ও ৪৮ জন সাধারণ ওয়ার্ডের সদস্য প্রার্থী মাঠে রয়েছেন। ৪ অক্টোবর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এ ইউনিয়নে ভোট গ্রহণ করা হবে আগামী ২০ অক্টোবর। ফরাজগঞ্জ ইউনিয়নে মোট ভোটার ১৯ হাজার ৯৫২ জন। এর মধ্যে পূরুষ ভোটার ১০ হাজার ১২৫ জন। নারী ভোটার ৯ হাজার ৮২৭ জন। ভোট কেন্দ্র ১০টি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT