মঠবাড়িয়ায় বিনামূল্যে সৌর বিদ্যুতের সোলার বিতরণ মঠবাড়িয়ায় বিনামূল্যে সৌর বিদ্যুতের সোলার বিতরণ - ajkerparibartan.com
মঠবাড়িয়ায় বিনামূল্যে সৌর বিদ্যুতের সোলার বিতরণ

2:12 pm , August 24, 2020

মঠবাড়িয়া প্রতিবেদক ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের উদ্যোগে পিরোজপুরের মঠবাড়িয়ার বিভিন্ন এলাকার সুবিধা বঞ্চিত ৯৫টি পরিবারের মাঝে বিনামূল্যে সৌর বিদ্যুতের সোলার বিতরণ করা হয়েছে। আজ সোমবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হল রুমে সোলার বিতরণ অনুষ্ঠানে সিনিয়র উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ, পিরোজপুর পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ গোলাম আজম, মঠবাড়িয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত ও পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের সিনিয়র সহকারী পরিচালক মোঃ ফারুক হোসেন প্রমুখ। পরে মঠবাড়িয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ সুবিধা বঞ্চিত পরিবারের লোকদের হাতে সৌর বিদ্যুতের সোলারের প্যানেল তুলে দেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT