ভান্ডারিয়ায় ওয়ার্কার্স পার্টির মানববন্ধন ভান্ডারিয়ায় ওয়ার্কার্স পার্টির মানববন্ধন - ajkerparibartan.com
ভান্ডারিয়ায় ওয়ার্কার্স পার্টির মানববন্ধন

3:06 pm , July 12, 2020

ভান্ডারিয়া প্রতিবেদক ॥ মঠবাড়িয়া উপজেলা পরিষদের সাবেক নারী ভাইস চেয়ারম্যান ও উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি নারী নেত্রী রমা রানী মজুমদার শোভাকে কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে ভান্ডারিয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠত হয়েছে। রবিবার পিরোজপুর জেলা ওয়ার্কার্স পার্টির ডাকে ভান্ডারিয়া পৌর শহরের শহীদ মিনার সম্মূখ সড়কে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত এ মানববন্ধনে দলীয় নেতা কর্মীরা অংশ নেন।
ভান্ডারিয়া উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি মো. আবুল কালাম হাওলাদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন, পিরোজপুর জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি খান মো. রুস্তুম আলী, ছাত্র মৈত্রীর আহ্বায়ক রিয়াজুল ইসলাম মিঠু, নারী মুক্তি সংসদের আহ্বায়ক খান নাজনীন আক্তার, উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক নরেণ ব্যাপারী ও ওয়ার্কর্স পার্টির নেতা সুশেন হালদার ও জিয়াউল হক জোমাদ্দার প্রমূখ।
সমাবেশে বক্তারা মঠবাড়িয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও ওয়ার্কার্স পার্টি নেত্রী রমা রানী মজুমদার শোভাকে কুপিয়ে হত্যা চেষ্টার তীব্র প্রতিবাদ জানিয়ে অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।
প্রসঙ্গত: গত ২ জুলাই দিননগত রাতে মঠবাড়িয়া উপজেলা পরিষদের সাবেক নারী ভাইস চেয়ারম্যান ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রমা রানী মজুমদার শোভা (৫৫) কে তার পৌর শহরের বাসভবনে ঢুকে স্থানীয় প্রতিবেশী মাদক ব্যাবসায়ি ইসমাইল হাওলাদার ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টার চালায়। তিনি মাথায় ৬টি স্থানে ধারালো অস্ত্রের কোপে ক্ষত হয়ে গুরুতর আহত হন। বর্তমানে আহত রমা রানী মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধিন রয়েছেন। এ ঘটনায় আহত রমা রানী বাদি হয়ে অভিযুক্ত ইসমাইল হাওলাদার ও তার বাবাকে আসামী করে মঠবাড়িয়া থানায় মামলা দায়ের করলেও আসামীরা এখনও কেউ গ্রেফতার হয়নি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT