ভান্ডারিয়ায় করোনায় আক্রান্ত প্রানী সম্পদ কার্যালয়ের অফিস সহকারীর মৃত্যু ভান্ডারিয়ায় করোনায় আক্রান্ত প্রানী সম্পদ কার্যালয়ের অফিস সহকারীর মৃত্যু - ajkerparibartan.com
ভান্ডারিয়ায় করোনায় আক্রান্ত প্রানী সম্পদ কার্যালয়ের অফিস সহকারীর মৃত্যু

2:57 pm , June 28, 2020

ভান্ডারিয়া প্রতিবেদক ॥ ভান্ডারিয়া উপজেলার সিংহখালী গ্রামে করোনায় আক্রান্ত হয়ে নাসরিন আক্তার রিমি নামের এক গৃহবধূ মারা গেছেন। শনিবার রাতে খূলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। রিমি উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ের অফিস সহকারী এবং সিংহখালী গ্রামের বাসিন্দা নজরুল ইসলাম এর স্ত্রী। নিহতের স্বামীও করোনা পজেটিভ। এ ছাড়াও ভান্ডারিয়ায় নতুন করে আরও ৪ ব্যক্তির শরীরে করোনা (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। এ নিয়ে ভান্ডারিয়া উপজেলা মোট ৪১জন রোগির শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ মধ্যে থেকে ১৫ জন রোগি সুস্থ্য হয়েছেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT