ঝালকাঠিতে সরকারের নির্দেশনা অমান্য করে ঋণের কিস্তি আদায়ের অভিযোগ ঝালকাঠিতে সরকারের নির্দেশনা অমান্য করে ঋণের কিস্তি আদায়ের অভিযোগ - ajkerparibartan.com
ঝালকাঠিতে সরকারের নির্দেশনা অমান্য করে ঋণের কিস্তি আদায়ের অভিযোগ

3:01 pm , May 13, 2020

ঝালকাঠি প্রতিবেদক ॥ ঝালকাঠিতে সরকারের নির্দেশনা অমান্য করে ঋণের কিস্তি আদায়ের অভিযোগ পাওয়া গেছে বিভিন্ন সমবায় সমিতি ও ঋণদানকারী এনজিওর বিরুদ্ধে। ঝালকাঠি শহরের বড় বাজারের ক্ষুদ্র ব্যবসায়ীদের নিকট ঋণ প্রদান করে কৃষ্ণচূড়া সমবায় সমিতি, আশার আলো, সততা ক্ষুদ্র সমবায় সমিতি, মানব কল্যাণ সমবায় সমিতি, দিন ঢাকা কোন অপারেটিভ মার্কেন্টাইল ও ফিউচার সমবায় সমিতি। কোভিড ১৯ এর প্রভাবে সারাদেশে লকডাউন ঘোষণা হওয়ায় সাধারণ ব্যবসায়ীসহ প্রায় মানুষই কর্মহীন হয়ে পড়েছে। ফলশ্রুতিতে সরকার সকল ধরনের ঋণের কিস্তি পরিশোধ স্থগিত করেছেন। কিন্তু মানছে না ঝালকাঠির এ সকল ঋণদানকারী প্রতিষ্ঠান। নাম প্রকাশে অনিচ্ছুক ব্যবসায়ীরা জানান দোকানে না পেয়ে বাসায় বাসায় হানা দেয় ঋণ আদায়কারী কর্মীরা। ঋণের কিস্তি পরিশোধ না করলে বিভিন্ন রকম ভয়ভীতি দেখিয়ে চাপ প্রয়োগ করছে। ঐ সকল ঋণদানকারী প্রতিষ্ঠান এর নিকট এ বিষয়ে জানতে চাইলে তারা কৌশলে প্রশ্নের উত্তর এড়িয়ে যান। পরবর্তীতে ঋণ না পাওয়ার ভয়ে মুখ খুলতে নারাজ এই সকল ভুক্তভোগী ব্যবসায়ীরা।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT