2:01 pm , May 3, 2020
রাজাপুর প্রতিবেদক ॥ ঝালকাঠির রাজাপুরে সরকারি নির্দেশ অমান্য করায় দুই জনকে ৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রবিবার সকালে উপজেলা সদরের স্কুল মার্কেট ও বাগড়ি বাজার এলাকায় পৃথক অভিযানে ভ্রাম্যমান আদালত এ দন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্তরা হলো উপজেলার জগাইড়হাট এলাকার মোঃ আনোয়ার হোসেন এর পুত্র মোঃ ইলিয়াস (৩৫) কে ৫ হাজার টাকা, ইন্দ্রপাশা গ্রামের মৃত ফজলুর রহমান এর পুত্র মোঃ শহিদুল ইসলাম (৪৫) কে ১ হাজার টাকা। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক মোঃ সোহাগ হাওলাদার জানান, সরকারি নির্দেশ অমান্য ও সংক্রামক রোগের বিস্তার ঘটতে পারে এমন কাজে লিপ্ত হওয়ায় দুই জনকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।