রাজাপুরে এক যুগেও ব্রীজের সংযোগ সড়কে মাটি না দেয়ায় চলাচলে ভোগান্তি রাজাপুরে এক যুগেও ব্রীজের সংযোগ সড়কে মাটি না দেয়ায় চলাচলে ভোগান্তি - ajkerparibartan.com
রাজাপুরে এক যুগেও ব্রীজের সংযোগ সড়কে মাটি না দেয়ায় চলাচলে ভোগান্তি

1:00 am , March 4, 2020

 

রহিম রেজা, রাজাপুর ॥ ঝালকাঠির রাজাপুরের পশ্চিম রাজাপুর গ্রামের সাড়ে চারআনি এলাকার মৃত্যু মেনাজ তলুকদার বাড়ির সামনের খালের উপরে প্রায় একযুগ আগে একটি ব্রীজ নির্মান করা হলেও উভয় পাশের সংযোগ সড়কে মাটি না দেওয়ায় চলাচলে এলাকাবাসি ভোগান্তির শিকার হচ্ছেন। স্থানীয় আ: জব্বার হাওলাদার, মহারাজ থালুকদার ও আয়শা খাতুনসহ একধিক এলাকাবাসি অভিযোগ করে জানান, ব্রীজের স্থান থেকে শুরু করে পূর্ব দিকে নুর মোহাম্মদ মুন্সির বাড়ির পাশ দিয়ে হানিফ সরদারের বড়ির সামনা হয়ে এক কিলোমিটার দীর্ঘ সড়কটি বলাই বাড়ি নামক স্থানে রাজাপুর-কাঁঠালিয়া আঞ্চলিক মহাসড়কের সাথে যুক্ত হয়েছে। সড়কটি কাচা হওয়ায় বৃষ্টির সময় হাটু পর্যন্ত পানি কাঁদা থাকায় ওই ব্রীজ ও রাস্তা দিয়ে স্থানীয় নারী, স্কুলগামি শিশু ও বৃদ্ধরা চলাচল করতে পারেনা বললেই চলে। তাই ওই ব্রীজের সংযোগ সড়কে মাটি দিয়ে সড়কটি পাকা করনের জন্য ভুক্তভোগিরা সংশ্লিষ্ট কর্তাব্যক্তিদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ হেলাল উদ্দিন জানান, আনুমানিক ১২ বছর আগে প্রায় ৬০ লক্ষাধিক টাকা ব্যয়ে এলজিইডি ব্রীজটি নির্মান করলেও সংযোগ সড়কে সংশ্লিষ্টরা আজ পর্যন্ত কোন মাটি দিয়ে ভরাট করেনি। ব্রীজের পূর্ব পাড়ে পারিবারিক কবরস্থান থাকায় সংযোগ সড়কে যায়গা খুবই কম হওয়ায় সংযোগ সড়কে মাটি দিলেও লোকজন ব্রীজে উঠতে কষ্ট হবে। ব্রীজের পূর্ব পাড়ের সংযোগ সড়কে স্থানীয় লোকজন সিম গাছসহ বিভিন্ন কৃষি চাষাবাদ করেন। ব্রীজটি অপরিকল্পিতভাবে নির্মান করায় ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। ব্রীজ নির্মান কাজের ঠিকাদার আব্দুল মালেক জানান, ব্রীজটি নির্মানের পর কয়েক বার দু’পাশে মাটি দেয়া হয়েছে। কিন্তু উচু হওয়ায় বৃষ্টিতে মাটি দুয়ে যায়। এ কারনে একাধিক বার মাটি দিয়েও কোন লাভ হয়নি। এখন নতুন করে সড়ক ও ব্রীজ নির্মান কাজ হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT