ছাত্রলীগ নেত্রী হেনার আত্মহত্যা ছাত্রলীগ নেত্রী হেনার আত্মহত্যা - ajkerparibartan.com
ছাত্রলীগ নেত্রী হেনার আত্মহত্যা

1:00 am , February 26, 2020

 

নিজস্ব প্রতিবেদক ॥ বিএম কলেজের সাবেক ছাত্রলীগ নেত্রী হেনা আক্তার (৩০) গলায় ফাঁস দিয়ে আতœহত্যা করেছে বলে জানাগেছে। পারিবারিক কলহের জেরে অক্সফোর্ড মিশন রোডের ভাড়া বাসায় সোমবার রাত সাড়ে ১০ টায় গলায় ফাঁস দিয়ে আতœহত্যা করেন তিনি বলে স্বজনরা জানিয়েছে। মৃত হেনা আক্তার বিতর্কিত ছাত্রলীগ কর্মি নিয়াজ মোর্শেদ সোহাগের স্ত্রী। স্বামী সোহাগের সাথে ঝগড়ার পর তার উপস্থিতিতেই হেনা বাসার এক কক্ষের দরজা বন্ধ করে গলায় ফাঁস দিয়েছে বলে জানাগেছে। এর পর কক্ষের দরজা ভেঙ্গে হেনাকে উদ্ধার করে শেরে-ই-বাংলা মেডিকেলে নেয়া হলে সোমবার দিনগত রাত দুইটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। ময়নাতদন্ত শেষে হেনা আক্তারের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে মৃত হেনার স্বামী নিয়াজ মোর্শেদ সোহাগকে জিজ্ঞাসাবাদের জন্য কোতয়ালী মডেল থানায় ডেকে নেয়া হয়েছে। পরিবারের পক্ষ থেকে জানায় এ বিষয়ে কোন মামলা দায়ের করা হবে না। সোহাগ মাদকাসক্ত ও নানা বিতর্কিত কাজে জড়িত থাকায় পারিবারিক কলহ নিয়মিত চলতো। পারিবারিক কলহের জেরেইে এই আতœহত্যার ঘটনা ঘটেছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। সোহাগ ও হেনা দম্পত্তির আল-সামি নামের দেড় বছর বয়সী এক সন্তান রয়েছে। হেনা আক্তার বিএম কলেজের সাবেক ছাত্রলীগ কর্মি ছিলেন। বনমালি গাঙ্গুলী ছাত্রীনিবাসে অবস্থান করে নেতৃত্ব দিতেন তিনি। গলাচিপা নিজ গ্রামে হেনা আক্তারের দাফন করা হবে। কোতোয়ালি মডেল থানার ওসি নুরুল ইসলাম-পিপিএম জানান, পারিবারিক কলহের জেরে ধরে হেনা আত্মহনন করেছেন বলে প্রাথমিকভাবে জানাগেছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT