শিশু মরিয়মকে বাঁচাতে সাহায্য কামনা শিশু মরিয়মকে বাঁচাতে সাহায্য কামনা - ajkerparibartan.com
শিশু মরিয়মকে বাঁচাতে সাহায্য কামনা

2:51 pm , January 14, 2020

লালমোহন প্রতিবেদক ॥ ৫ বছরের শিশু মরিয়ম। ব্রেণ টিউমারে আক্রান্ত। শিশুর মা আসমা বেগম লালমোহন নয়ানীগ্রামের ৪নং ওয়ার্ডের বাসিন্ধা। মেয়ের চিকিৎসার জন্য সবার কাছে সহযোগিতা কামনা করেছেন। মরিয়মকে নিয়ে বাবা সিরাজুল ইসলাম ভারতের ভেলরে সিএমসি হাসপাতালে গেছেন। কুঞ্জেরহাটের কাছে কালিরহাট বাজারের সামান্য ঔষধের দোকানদার সিরাজ। ৩ সন্তানের মেঝ মরিয়ম। ৪ বছর বয়স থাকতে মাথা ব্যথায় ভুগতে থাকে। পরে বরিশাল নিয়ে ডাক্তার দেখালে সিটি স্ক্যান করে ব্রেণ টিউমার খুঁজে পায় ডাক্তার। ঢাকায় নিয়ে নিজের সমস্ত পূজি দিয়ে অপারেশন করান। কিন্তু অপারেশন ঠিকমতো না হওয়ায় আবারো মাথা ব্যথায় ভুগতে থাকে মরিয়ম। পূণরায় ডাক্তার দেখালে ডাক্তার বলেন, টিউমার এখনো রয়ে গেছে এবং মাথার একটি রগ কেটে গেছে। যার কারণে তার অবস্থা আরো খারাপ হতে থাকে। উপায়ন্তর না পেয়ে তরিগরি করে মরিয়মকে বাঁচাতে বাবা সিরাজ বিভিন্ন জনের কাছ থেকে টাকা নিয়ে চলে যান ভেলর সিএমসি হাসপাতালে। সেখানে নিউরোলজি বিভাগে ডাক্তার দেখালে ডাক্তার অপারেশন করার কথা বলেন। এর জন্য প্রয়োজন ৪ লাখ টাকা। হাসপাতালের সিট ভাড়া, ঔষধ, দৈনন্দিন খরচসহ আরো কয়েক লাখ টাকার প্রয়োজন। এতো টাকা যোগাড় করার মতো অবস্থা নেই সিরাজের। বাড়িতে ঘর ভিটা ছাড়া আর কোন জমিও নেই। তাই মরিয়মের মা আসমা বেগম সকলের সহযোগিতা কামনা করেছেন। সহযোগিতার জন্য উত্তরা ব্যাংক, লালমোহন শাখায় সঞ্চয়ী একাউন্ট নং আসমা আক্তার/১২৪৮৮৮। নগদ, বিকাশ ও রকেট নং ০১৭২৮৭৮০০৯০। ভেলরে মরিয়মের বাবা সিরাজের নম্বর +৯১৬২৯০১২৫৮৮৪।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT