মঠবাড়িয়ায় কলেজ ছাত্রী উত্ত্যক্ত’র ঘটনা নিয়ে হামলা-ভাংচুর মঠবাড়িয়ায় কলেজ ছাত্রী উত্ত্যক্ত’র ঘটনা নিয়ে হামলা-ভাংচুর - ajkerparibartan.com
মঠবাড়িয়ায় কলেজ ছাত্রী উত্ত্যক্ত’র ঘটনা নিয়ে হামলা-ভাংচুর

3:23 pm , October 24, 2019

শাকিল আহমেদ, মঠবাড়িয়া ॥ মঠবাড়িয়ায় কলেজ পড়–য়া ছাত্রীকে প্রকাশ্যে উত্যক্ত ও জোর পূর্বক ছবি ধারন নিয়ে উপজেলার বলেশ্বর নদ তীরবর্তী বাবুরহাট বাজারে দু’গ্রুপের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে। বুধবার এ ঘটনার পর সন্ধ্যা থেকে ওই বাজারে পুলিশি টহল জোরদার করা হয়েছে।
পাথরঘাটা উপজেলার কাঠালতলী স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণীর ওই ছাত্রী জানায়, বুধবার বিকেলে সে ও তার ফুফু বাবুরহাট বাজারে জামা কাপড় বানাতে যায়। এ সময় খেতাচিড়া গ্রামের বাদল কাজির বখাটে ছেলে মেহেদী কাজী তার গতিরোধ করে। বাবুরহাট ব্রীজে ওঠা মাত্রই ওই বখাটে তার হাতে থাকা মোবাইল টান দিয়ে জোর পূর্বক মোবাইলে সেলফি তুলতে চায়। এ সময় ওই ছাত্রী প্রতিবাদ করলেও কোন কাজ হয়নি। পরে ওই ছাত্রী স্থানীয় তাফালবাড়ীয়া গ্রামের সালাম গাজীর পুত্র রাকিব (১৭) ও মঞ্জু মিয়ার পুত্র বাবুকে (২৪) বিষয়টি জানালে। রাকিব ও মঞ্জু মেহেদীকে এ ঘটনায় শাসায়। এরপর মেহেদীর বন্ধু স্থানীয় মোশারেফ বাদশার পুত্র নুর জালাল খবর পেয়ে তার দলবল নিয়ে রাকিব ও বাবুর সাথে বাক বিতন্ডা করে। পরে পূর্বের আধিপত্য বিস্তার নিয়ে দু’গ্রুপে সংঘর্ষে লিপ্ত হয় এবং স্থানীয় আ’লীগ অফিস ও ৫টি মটর সাইকেল ভাংচুর করে। হামলার ঘটনায় এক পক্ষের নুর জালাল (৩২), তার মোশারেফ বাদশা (৬০) ও তার বোন তন্বি (২২) আহত হয়।
মঠবাড়িয়া থানার ওসি আবু জাফর মো. মাসুদুজ্জামান জানান, একটি মেয়েলি ঘটনা ও রাজনৈতিক আধিপত্য বিস্তারের জের নিয়ে এ ঘটনাটি ঘটছে বলে পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া যাচ্ছে। এ ঘটনায় কোন পক্ষই লিখিত অভিযোগ দেয়নি। তবে ওই বাজারে পুলিশি টহল জোরদার করা হয়েছে এবং এ ঘটনায় তাফালবাড়ীয়া গ্রামের আনোয়ার হাওলাদারের পুত্র রুবেল (৩০) নামের একজনকে আটক করা হয়েছ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT