চরফ্যাসনে বাল্য বিয়ের দায়ে কাজী জেলে, বর ও কনের বাবাকে লাখ টাকা জরিমানা চরফ্যাসনে বাল্য বিয়ের দায়ে কাজী জেলে, বর ও কনের বাবাকে লাখ টাকা জরিমানা - ajkerparibartan.com
চরফ্যাসনে বাল্য বিয়ের দায়ে কাজী জেলে, বর ও কনের বাবাকে লাখ টাকা জরিমানা

2:46 pm , October 18, 2019

চরফ্যাসন প্রতিবেদক ॥ চরফ্যাসনে বাল্য বিয়ের দায়ে কাজী মো.নুরুল ইসলামকে ৬মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করা হয়েছে। একই সাথে বাল্য বিয়ের বর মো.শামীম (২৩) কে ২০হাজার, বরের বাবা মো.জেবল হক বেপারীকে ৩০হাজার এবং কনের বাবা জাকির হোসেনকে ৫০হাজার টাকা অর্থ দন্ডে দন্ডিত করা হয়েছে। বৃহস্পতিবার রাতে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো.রুহুল আমিন নিজ কার্যালয়ে এ দন্ডাদেশ প্রদান করেছেন । এসময় জব্দ করা হয়েছে কাজির কাবিন রেজিষ্টারটি। দন্ডিত কাজী চরফ্যাসন পৌরসভা ৭নং ওয়ার্ডের ওবায়দুল হকের পুত্র এবং উত্তর মাদ্রাজ ওয়াহেদিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক।
আদালত সুত্রে জানাগেছে, চরফ্যাসন পৌরসভা ৭নং ওয়ার্ডের জাকির হোসেনের অপ্রাপ্ত বয়স্ক কন্যাকে আছলামপুর ইউনিয়নের জেবল হক বেপারীর ছেলে শামীমের সাথে বিবাহ সম্পাদনের প্রস্তুতি কালে চরফ্যাসন থানা রোডস্থ নুরু সিকদারের বাড়ির দরজার মসজিদ থেকে পুলিশ তাদেরকে আটক করে। পরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে হাজির করলে তিনি এ দন্ডাদেশ দেন।
তবে দন্ডিত নুরুল ইসলাম কাজি নিজেকে চরফ্যাসন পৌরসভার মৃত রফিউদ্দিন কাজির ছেলে নুরুল ইসলাম কাজির সহকারী কাজি বলে জানায়। দন্ডিতকাজী নুরুল ইসলাম জানান,তার কাছ থেকে রেজিষ্টার নিয়ে তিনি বিবাহ সম্পাদন করে থাকেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন জানান, গত ২ সেপ্টেম্বর একটি বাল্য বিয়ে সম্পাদনের অভিযোগে কাজীর কাবিন রেজিষ্টারটি জব্দ করে অভিযোগ প্রমানিত হওয়ায় কাজীকে ৬মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে এবং বৃহস্পতিবার বিয়ে সম্পাদনের প্রস্তুতি কালে আটক বর , বরের বাবা এবং কনের বাবাকে ১লাখ টাকা অর্থ দন্ডে দন্ডিত করা হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT