ইন্দুরকানী থেকে অপহৃত ব্যবসায়ী চট্টগ্রাম থেকে উদ্ধার ইন্দুরকানী থেকে অপহৃত ব্যবসায়ী চট্টগ্রাম থেকে উদ্ধার - ajkerparibartan.com
ইন্দুরকানী থেকে অপহৃত ব্যবসায়ী চট্টগ্রাম থেকে উদ্ধার

2:44 pm , October 18, 2019

পিরোজপুর প্রতিবেদক ॥ ইন্দুরকানী থেকে অপহরনের একদিন পর অপহৃত ব্যবসায়ী হারুন গাজীকে (৫৫) চট্টগ্রাম থেকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার তাকে উদ্ধার করা হয়েছে বলে ইন্দুরকানী থানার ওসি মো. হাবিবুর রহমান জানিয়েছেন। অপহৃত ওই ব্যবসায়ী ইন্দুরকানী উপজেলার পত্তাশি ইউনিয়নের গাবগাছিয়া গ্রামের মৃত মুজিবর রহমান গাজীর পুত্র ও ইন্দুরকানী বাজারের জ্বালানী তেল ব্যবসায়ী। ওই ব্যবসায়ীকে উদ্ধারের খবর নিশ্চিত করে তিনি জানান, ওই ব্যবসায়ীর ব্যবহৃত মোবাইল ফোন ট্রাকিংয়ের মাধ্যমে চট্টগ্রামের পাহাড়তলীতে তার অবস্থানের বিষয়টি নিশ্চিত হয়েছেন। পরে সেখানের পুলিশকে বিষয়টি অবহিত করা হয়। শুক্রবার চট্টগ্রামের পাহাড়তলী থানা পুলিশ তাকে অলংকার বাসস্ট্যান্ড এলাকা থেকে উদ্ধার করে। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয় নি। সেখান (চট্টগ্রাম) থেকে তাকে ইন্দুরকানীতে আনার প্রক্রিয়া চলছে। তাকে এখানে (ইন্দুরকানী) আনার পর তার অপহরনের বিষয় বিস্তারিত জানা যাবে। উল্লেখ্য গত বৃহস্পতিবার ব্যবসায়ী হারুন গাজীকে ইন্দুরকানী বাজার এলাকা থেকে অপহরন করে মুক্তিপন দাবী করে অপরহনকারীরা।
এ ঘটনায় ওই ব্যবসায়ীর পুত্র মো. কুদ্দুস গাজী ওই দিন বিকালে ইন্দুরকানী থানায় পিতাকে অপহরন করা হয়েছে এমন অভিযোগ এনে সাধারণ ডায়েরী করেন।
ছেলে কুদ্দুস গাজী জানান, পিতা হারুন গাজী গত বৃহস্পতিবার সকালে বাসা থেকে হাটতে বের হয়ে আর বাসায় ফিরে আসেন নি। পরে ওই দিন দুপুরে তার (বাবা) ব্যবহৃত মুঠো ফোন থেকে মায়ের ফোনে ফোন করে মুক্তিপন দাবি করা হয়। আমাদের ধারনা আমার বাবাকে কোন দুস্কৃতিকারীরা মুক্তিপন আদায়ের উদ্দেশ্যে অপহরণ করেছে । তবে কে বা কারা এ কাজ করেছে তা আমরা জানিনা।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT