ভান্ডারিয়ায় টাকা ছাড়া মিলবে পুলিশের সেবা ভান্ডারিয়ায় টাকা ছাড়া মিলবে পুলিশের সেবা - ajkerparibartan.com
ভান্ডারিয়ায় টাকা ছাড়া মিলবে পুলিশের সেবা

2:38 pm , October 6, 2019

ভা-ারিয়া প্রতিবেদক ॥ ভা-ারিয়া থানায় টাকা ছাড়াই মিলবে পুলিশের সেবা। থানার প্রধান ফটকে শনিবার বিকেলে জিডি, অভিযোগ, পুলিশ ক্লিয়ারেন্স, পাসপোর্ট ভিআর, চাকুরীর ভিআরসহ যে কোন পুলিশি সেবা গ্রহন করতে টাকা লাগেনা এমন লেখা সম্বলিত ব্যাণার সাটিয়ে দেওয়া হয়েছে। পুলিশের এমন পদক্ষেপে আইনগত সেবা নিতে আসা সাধারণ মানুষের কাছে ইতোমধ্যেই বেশ প্রশংসা কুড়িয়েছে। বর্তমান সরকারের সময়ে এমনটিই আশা করছিলেন জনসাধারণ পুলিশের নিকট। এদিকে সেবা নিতে আসা জনসাধারণ জানান, অভিযোগ নিয়ে থানায় গেলে মনোযোগ সহকারে ভুক্তভোগীদের কথা শুনে অভিযোগ লিখে নিয়ে আসতে বলেন। থানার ডিউটিরত অফিসাররা তা গ্রহন করে আইনগত ব্যবস্থা নিচ্ছেন। সেবা নিতে কোন টাকা লাগছেনা।এছাড়া কিশোর গ্যাং প্রতিরোধ অভিযান অব্যাহত রয়েছে। এখন আর সন্ধার পরে শিক্ষার্থীদের ঘরের বাহিরে দেখা মেলেনা। এ বিষয় জন সচেনতা মূলক পুলিশের উদ্যোগে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে চলছে ইভটেজিং, মাদক, বাল্যবিয়ে, মোবাইলের অপব্যাবহার রোধ ও কিশোর গ্যাং প্রতিরোধ বিষয়ক মত বিনিময় সভা। আর এমন সব পরিবর্তন সম্ভব হচ্ছে সম্প্রতি পিরোজপুর জেলায় যোগদানকৃত পুলিশ সুপার মো. হায়াতুল ইসলাম খান এর বলিষ্ঠ ভুমিকার কারণে। ভা-ারিয়া থানার অফিসার ইনচার্জ এস.এম. মাকসুদুর রহমান জানান, কোন রকম টাকা পয়সা দিতে হচ্ছে না সেবা নিতে আসা ভূক্তভোগীদের। এছাড়াও থানা দালাল মুক্ত ঘোষণা করা হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT