পিরোজপুরে বিপুল পরিমান ফেন্সিডিল ও নগদ ৫ লাখ টাকাসহ গ্রেপ্তার-২ পিরোজপুরে বিপুল পরিমান ফেন্সিডিল ও নগদ ৫ লাখ টাকাসহ গ্রেপ্তার-২ - ajkerparibartan.com
পিরোজপুরে বিপুল পরিমান ফেন্সিডিল ও নগদ ৫ লাখ টাকাসহ গ্রেপ্তার-২

3:09 pm , September 30, 2019

তরিকুল ইসলাম, পিরোজপুর ॥ পিরোজপুর সদর উপজেলায় অভিযান চালিয়ে পুলিশ ৩০৩ বোতল ফেন্সিডিল সহ দুই জনকে গ্রেপ্তার করেছে। রোববার রাত সাড়ে ১১ টার দিকে সদর উপজেলার ঝাটকাঠী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন। এ সময় মাদক ব্যবসায়ীর বাড়ী থেকে মাদক ব্যবসার ৪ লক্ষ ৯৮ হাজার ৫৩০ টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত মশিউর রহমান ওরফে শুভ (৩৫) সদর উপজেলার চিথলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও সরকারী সোহরাওয়ার্দী কলেজ ছাত্র সংসদের সাবেক ক্রীড়া সম্পাদক এবং কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি। সে সদর উপজেলার ঝাটকাঠী এলাকার আশরাফ আলীর খানের পুত্র এবং সঞ্জয় কুমার বসু (৩০) সদর উপজেলার আলামকাঠীর রনজিত কুমার বসুর পুত্র। পিরোজপুর সদর থানার ওসি নুরুল ইসলাম বাদল জানান, গোপন সংবাদের ভিত্তিতে পৌর সভার ২ নং ওয়ার্ডেল ঝাটকাঠী এলাকার মশিউর রহমান শুভর বাড়িতে পুলিশ অভিযান চালায়। এ সময় বাড়ির ভিতরের খাট ও আলমাড়ির ভিতর থেকে ৩০৩ বোতল ফেন্সিডিল ও ঘরের বিভিন্ন স্থানে তল্লাশী চালিয়ে মাদব ব্যবসার ৪ লক্ষ ৯৮ হাজার ৫৩০ টাকা উদ্ধার করা হয়। অভিযান চলাকালে এ সময় বাড়ির ভিতরে থাকা মশিউর রহমান শুভ ও সঞ্জয় কুমার বসু নামের দুই জনকে আটক করা হয়েছে।
অভিযানের নেতৃত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে এবং এ মাদক ব্যবসার সাথে অন্যকেউ জড়িত আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুল ইসলাম বাদল জানান, এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে দুইজনকে আসামী করে রাতেই মামলা দায়ের করা হয়। অপরদিকে গত শুক্রবার শহরের যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের সামনের রাস্তা থেকে একটি প্রাইভেটকার থেকে উদ্বার হওয়া ৭৯০ বোতল ফেন্সিডিলের সাথে রোববার রাতে সাবেক ছাত্রলীগ নেতার বাসা থেকে উদ্বার হওয়া ফেন্সিডিলের সাথে কোন যোগসূত্র আছে কিনা পুলিশ এ রহস্য উৎঘাটনের চেষ্টা চলছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT