2:46 pm , September 28, 2019
পিরোজপুর প্রতিবেদক ॥ নাজিরপুরে ৪ বছরের শিশুকে ধর্ষনের অভিযোগে সুজন শেখ (১৬) নামের এক কিশোরকে শনিবার ভোরে গ্রেফতার করেছে থানা পুলিশ। সে স্থায়ীভাবে উপজেলার মাটিভাঙ্গা দাদী বেগম এর কাছে থেকে রিক্সা চালায়। ধর্ষনে গুরুতর অসুস্থ ওই শিশুটি জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ভুক্তভোগী ওই শিশুটির পরিবার সূত্র জানাগেছে, গত বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকালে নিজ বাড়ি থেকে ডাব খাওয়ানোর কথা বলে ওই শিশুটিকে ডেকে নিয়ে যায় সুজন। পরে ওর (ধর্ষক) দাদীর ঘরে নিয়ে ধর্ষন করে। পরের দিন শিশুটি তার মাকে জানায় সুজন তাকে যৌনাঙ্গে মারছে। পরে তার মা বিষয়টি দেখে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক কাজী ইসমত জাকিয়া (এ্যানী) জানান, শিশুটিকে চিকিৎসার জন্য গত শুক্রবার রাতে হাসপাতালে নিয়ে এলে তার যৌনাঙ্গের অবস্থা খারাপ মনে হলে তাকে উন্নত চিকিৎসার জন্য পিরোজপুর জেলা হাসাপাতালে প্রেরণ করা হয়েছে।
নাজিরপুর থানার অফিসার ইনচার্জ মো. মুনিরুল ইসলাম মুনির জানান, এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে মামলা দায়ের করেন। এ অভিযোগের ভিত্তিতে থানা পুলিশ অভিযান চালিয়ে ধর্ষক সুজন শেখকে শনিবার ভোরে মাটিভাঙ্গা এলাকা থেকে গ্রেপ্তার করেছে। গ্রেফতারকৃত কিশোর নাজিরপুর উপজেলার বৈঠাকাটার জুলহাস শেখের পুত্র।