মঠবাড়িয়ায় নির্যাতনের শিকার গৃহবধুর মৃত্যু মঠবাড়িয়ায় নির্যাতনের শিকার গৃহবধুর মৃত্যু - ajkerparibartan.com
মঠবাড়িয়ায় নির্যাতনের শিকার গৃহবধুর মৃত্যু

2:50 pm , September 26, 2019

শাকিল আহমেদ, মঠবাড়িয়া ॥ মঠবাড়িয়ায় যৌতুকের দাবীকৃত ১ লাখ টাকা দিতে না পারায় পাষন্ড স্বামী ও তার লোকজনের নির্যাতনের শিকার গৃহবধু রুবী বেগম (৩৫) এর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। এ ঘটনায় রুবীর বাবা দাউদখালী ইউনিয়নের খাস হাওলা গ্রামের দরিদ্র রফিউদ্দিন বেপারী বাদী হয়ে জামাই হারুন (৪৫) সহ ছয়জনকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সং/০৩) এর ১১(ক) ধারায় মঙ্গলবার রাতে মঠবাড়িয়া থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের দুইদিন অতিবাহিত হলেও এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার নলবুনিয়া গ্রামের রফিজদ্দিন বেপারীর কন্যা রুবী বেগমের সাথে দাউদখালী খাস হাওলা গ্রামের উজ্জত আলী খানের পুত্র হারুন খানের সাথে ৯ বছর পূর্বে বিয়ে হয়। বিয়ের পর থেকে প্রায়ই জামাই হারুন যৌতুকের জন্য রুবী বেগমকে শারিরীক ও মানষিক নির্যাতন করে আসছিল। সম্প্রতি হারুন স্ত্রী রুবীবেগমকে বাপের বাড়ী হতে ১ লাখ টাকা যৌতুক আনার জন্য চাপ দেয়। কিন্তু রুবীর দরিদ্র পিতা দাবীকৃত টাকা দিতে অস্বীকৃতি জানালে গত ১২ সেপ্টেম্বর সন্ধ্যায় হারুন ও তার সহযোগী শামীম মিয়াজিসহ ৫/৬ জনের দল রুবীকে অমানষিক নির্যাতন করলে মেরুদন্ডে আঘাত প্রাপ্ত হয়ে আহত হয়। এর পরেও তাকে বেধরক নির্যাতন করলে গুরুতর অসুস্থ্য হয়ে পড়ে। পরে তার স্বজনরা ওইদিন রাতে প্রথমে কাঠালিয়ার আমুয়া স্বাস্থ্য কমপেক্সে নেয়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে ১৩ সেপ্টেম্বর শেবাচিম হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেও তার অবস্থার অবনতি ঘটে। পরে গত ১৭ সেপ্টেম্বর ঢাকার সাভার সিআরপি হাসপাতালে প্রেরণ করেন। সিআরপিতে চিকিৎসাধীন থাকা অবস্থায় ২১ সেপ্টেম্বর (শনিবার) দুই সন্তানের জননী রুবীর মৃত্যু ঘটে। পরে ঢাকার শহীদ সোহরায়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্ত শেষে মঠবাড়িয়ায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ সৈয়দ আব্দুলাহ জানান, এ বিষয়ে তদন্ত চলছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশের চেষ্টা অব্যহত আছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT