সন্ধ্যা নদীতে স্বরুপকাঠি ইন্দুরহাটের ফেরির উদ্বোধন সন্ধ্যা নদীতে স্বরুপকাঠি ইন্দুরহাটের ফেরির উদ্বোধন - ajkerparibartan.com
সন্ধ্যা নদীতে স্বরুপকাঠি ইন্দুরহাটের ফেরির উদ্বোধন

3:06 pm , September 21, 2019

মোঃ আসাদুজ্জামান আসাদ, স্বরুপকাঠি ॥ প্রায় ২০ বছর বন্ধ থাকার পর সন্ধ্যা নদীর স্বরুপকাঠি-ইন্দুরহাট রুটের ফেরির উদ্বাধন করা হয়েছে। গতকাল শনিবার স্বরুপকাঠি উপজেলার সন্ধ্যা নদীর ঘাটে ফেরী চলাচল উদ্ভোধন করেন গৃহায়ন ও গনপূর্ত মন্ত্রী এড. শম রেজাউল করিম। এ সময় স্বরুপকাঠির সরকার দলীয় নেতাকর্মীসহ শত শত সাধারন জনতা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি মন্ত্রী তার বক্তব্যে স্বরুপকাঠিকে মাদক ও চাঁদাবাজ মুক্ত রাখার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন। এ ক্ষেত্রে কোন নেতা বাধার সৃস্টি করলে প্রয়োজনে ওই নেতাকেও আইনের আওতায় আনার জন্য বলেছেন মন্ত্রী। তিনি বলেন রেজাউল লীগ, আউয়াল লীগ, শাহআলম লীগ স্লোগানের দরকার নেই। শ্লোগান আমাদের জন্য নয়, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার জন্য দিতে হবে। আওয়ামীলীগের জন্য শ্লোগান দিন। শ্লোগান বন্ধ হলে তিনি বলেন স্বরুপকাঠির ছাত্রলীগ যুবলীগ আওয়ামীলীগ সহ সকলের নিকট দাবী দলের মধ্যে স্বচ্ছতা ফিরিয়ে আনুন। যারা ব্যক্তি নির্ভর হয়ে মাদক সেবন করে দলের ভাবমূর্তি ক্ষুন্ন করে তাদেরকে আস্তাকুড়ে নিক্ষেপ করতে হবে। আমি ঘুষ খাইনা আমি চাইবো না কেউ ঘুষ লেনদেন করেন। আমি চাইবো না কোন সন্ত্রাসী স্বরুপকাঠিতে প্রশ্রয় পাক। রাজনীতি ব্যবসা করার জন্য নয়। শেখ হাসিনা বলেছেন রাজনীতি হল নিজেকে সমাজ সেবায় বিলিয়ে দেয়ার জন্য। স্বরুপকাঠির কয়েকটি স্পটে এখনও চাদাবাজি চলছে উল্লেখ করে নেছারাবাদ উপজেলার ওসিকে নির্দেশ দিয়ে বলেন আমার সাথে ছবি করে যে লোক ফেসবুকে দিয়ে মাদক চাদাবাজি সহ বিভিন্ন অপকর্ম করে বেড়াচ্ছে, আমার অনুরোধ থাকবে আগে ওকে ধরুন আইনগত ব্যবস্থা নিন। উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, কোন সরকারি কর্মকর্তার ‘বিরুদ্ধে অভিযোগ থাকলে জানান, সংশ্লিষ্ট অথরিটির মাধ্যমে ব্যবস্থা নেবো। এসময় মন্ত্রী বলেন স্বরুপকাঠি সন্ধ্যা নদীর দুই পাড়ের মানুষকে একত্রিত করার জন্য আমি মেঘা প্রকল্প হাতে নিয়েছি। ১ হাজার ৫শত কোটি টাকার প্রকল্প হাতে নেয়া হয়েছে যাতে স্বরুপকাঠির উভয়পাড়ের মানুষ নদীর উপর থেকে নাজিরপুর টুঙ্গিপাড়া হয়ে ঢাকা যেতে পারে। কোনো ফেরি পারাপার না করে। সে কয়টা দিন আপনারা এই ফেরি ব্যবহার করেন। জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সদস্যা প্রধানমন্ত্রীর আত্মীয় শেখ এনি রহমান ও শেখ হাফিজুর রহমান টোকোন এর প্রশংসা করে বলেন এদের সম্মলিত প্রচ্ষ্টোয় অলাভজনক এ স্থানে ফেরি আনয়ন করা হয়েছে। এ সময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি আঃ হামিদ মিয়া ৩০ মিনিট পর পর ফেরি ছাড়ার দাবী জানালে মন্ত্রী বলেন লোক হলে প্রতি ১৫ মিনিট পর পর ফেরি ছাড়বে আর লোক না হলে ফেরি চলাচলে বিঘœ ঘটবে। নদী ভাঙ্গন রোধে ইতিমধ্যেই পানি সম্পদ প্রতিমন্ত্রী এ এলাকা পরিদর্শন করেছে। নদী ভাঙ্গন রোধে খুব দ্রুতই বড় ধরনের বরাদ্ধ আসছে একটু অপেক্ষা করুন। তিনি বলেন আমি একটা মাত্র ডাকবাংলো পেয়েছি সেটা আমি নাজিরপুর ও পিরোজপুরের জন্য না করে স্বরুপকাঠিতে করতে বলেছি। অনুন্নত স্বরুপকাঠিকে আমি উন্নত স্বরুপকাঠি কাজের মাধ্যমে করে দেখিয়ে দিবো। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন আমি সব দলের মন্ত্রী, তবে যারা দলের মধ্যে থেকে দলীয় সভানেত্রীর সিদ্ধান্তের বিপক্ষে গিয়ে মোস্তাক লীগ করে বেড়াচ্ছেন তারা সাবধান হয়ে যান। আসুন আমরা ঐক্যবদ্ধ ভাবে সঠিক নেতৃত্বের মাধ্যমে স্বরুপকাঠির উন্নয়নে কাধে কাধ মিলিয়ে কাজ করি। শেখ হাসিনার সূস্থ্যতা কামনা করি তিনি থাকলে আমরা আগামী এক বছরের মধ্যে স্বরুপকাঠিকে উন্নয়নের রোল মডেল তৈরী করে দেখাবো। স্বরুপকাঠি উপজেলা নির্বাহী অফিসার সরকার আব্দুল্লাহ আল মামুন বাবুর সভাপতিত্বে মঞ্চে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন পিরোজপুর জেলা ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিরোজপুর জেলা নির্বাহী প্রকৌশলী মাসুদ আহম্মেদ সুমন, স্বরুপকাঠি উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আঃ হামিদ, উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আব্দুল হক প্রমুখ। বক্তব্য শেষে মন্ত্রী স্বরুপকাঠি থেকে ফেরী পার হয়ে বেলা ১ টায় পশ্চিম সোহাগদল শহিদ স্মৃতী ডিগ্রী কলেজের একাডেমীক ভবন উদ্ধোধন করেন। এর আগে সকাল ৯ টায় সমুদয়কাঠিতে কুহুদাসকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন সেন্টার উদ্ভোধন করেন গৃহায়ন ও গনপূর্ত মন্ত্রী শম রেজাউল করিম।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT