লালমোহন পৌর নির্বাচন স্থগিতাদেশ নিয়ে নির্বাচন অফিসারের ব্যাখ্যা লালমোহন পৌর নির্বাচন স্থগিতাদেশ নিয়ে নির্বাচন অফিসারের ব্যাখ্যা - ajkerparibartan.com
লালমোহন পৌর নির্বাচন স্থগিতাদেশ নিয়ে নির্বাচন অফিসারের ব্যাখ্যা

3:14 pm , September 18, 2019

মোঃ জসিম জনি, লালমোহন ॥ লালমোহন পৌরসভা নির্বাচন স্থগিতাদেশ নিয়ে পৌরবাসীর মধ্যে বিভ্রান্তি দেখা দিয়েছে। পৌরসভা নির্বাচন বন্ধ হয়েছে বলে কেউ কেউ প্রচারণা চালাচ্ছেন। এ ব্যাপারে জেলা নির্বাচন অফিসার আলাউদ্দিন আল মামুনের কাছে জানতে চাইলে তিনি এখনো নির্বাচন বন্ধের কোন আদেশ পাননি বলে জানান। তবে চরভূতা ২নং ওয়ার্ডের হরিগঞ্জ মৌজার ভোটার পৌরসভার ১২ নং ওয়ার্ডে অন্তর্ভূক্তি নিয়ে যে গেজেট প্রকাশ হয়েছে তা ৬ মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। এ ব্যাপারে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন জেলা নির্বাচন অফিসার। তিনি জানান, হাইকোর্টের স্থগিতাদেশের একটি চিঠি তিনি পেয়েছেন। তা হলো লালমোহন চরভূতা ইউনিয়নের ২নং ওয়ার্ডের হরিগঞ্জ মৌজার ভোটার পৌরসভায় অন্তর্ভূক্ত করণের জন্য যে গেজেট প্রকাশ করা হয়েছে, উক্ত গেজেট হাইকোর্ট ৬ মাসের জন্য স্থগিত করেছেন। ওই এলাকার ভোটাররা পৌরসভায় অর্ন্তভূক্ত হওয়ার খবর জানেননা বলে পশ্চিম হরিগঞ্জ এলাকার মোঃ নুরুল হক হাইকোর্টে রীট পিটিশন নং ৪০৪৩/১৬ দাখিল করেন। এ রীটের প্রেক্ষিতে ১৭ সেপ্টেম্বর হাইকোর্টের দ্বৈত বেঞ্চের বিচারক এম এনায়েতুর রহিম ও বিচারপতি মোঃ খায়রুল আলম এ আদেশ দেন। এ আদেশের ফলে লালমোহন পৌরসভার নির্বাচন স্থগিত হবে কিনা সে ব্যাপারে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। জেলা নির্বাচন অফিসার আরো জানান, আগামী রবি সোমবারের আগে কোন সিদ্ধান্ত আসবে না। আমরা নির্বাচন সচিবালয়ের সাথে যোগাযোগ করছি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT