চরফ্যাসনে অর্নিবাণ কোচিং সেন্টারে ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে মামলা চরফ্যাসনে অর্নিবাণ কোচিং সেন্টারে ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে মামলা - ajkerparibartan.com
চরফ্যাসনে অর্নিবাণ কোচিং সেন্টারে ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে মামলা

3:46 pm , September 16, 2019

চরফ্যাসন প্রতিবেদক ॥ চরফ্যাসন পৌর সদরের অর্নিবাণ কোচিং সেন্টারে ৭ম শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানীর ঘটনা ঘটেছে । এঘটনায় গতকাল সোমবার ভিষ্টিম ছাত্রী বাদি হয়ে ২ জনকে আসামী করে চরফ্যাসন থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ কোচিং সেন্টারের অভিযুক্ত পরিচালক গোপালগঞ্জ জেলার কোতয়ালী থানার অসিত কুমার জয়ধর ও সহকারী শিক্ষক হাজারীগঞ্জ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের হোসাইন মাতাব্বরের ছেলে মোতালেব হোসেনকে গ্রেফতার করে গতকাল সোমবার বিকেলে আদালতে সোপর্দ করেছে। গত শনিবার রাতে চরফ্যাসন পৌর সদরের অর্নিবান কোচিং সেন্টারে এ ঘটনা ঘটে।
ভিক্টিম ও অভিযোগ সুত্রে জানাযায়, ৭ম শ্রেণীর ওই ছাত্রীকে কোচিং এ আসার পরে সহকারী শিক্ষক মোতালেব হোসেন বিভিন্ন সময় কু-প্রস্তাব দিয়ে বিরক্ত করতো। গত শনিবার সন্ধ্যায় কোচিং সেন্টার হল রুমে এলে সহকারী শিক্ষক তাকে ঝাপটে ধরে শ্লীতাহানির চেষ্টা করেন। রাতে ছাত্রী বাড়ি ফিরে তার পরিবারকে বিষয়টি জানায়। তার বাবা ঘটনাটি পরিচালক অসিত কুমার জয়ধরকে অবহিত করেন। কিন্তু তিনি সহকারী শিক্ষকের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নিয়ে তাকে পালিয়ে যেতে সহয়তা করেন। চরফ্যাসন থানার ওসি সামসুল আরেফিন জানান,অভিযুক্ত ২জনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT