ঝালকাঠিতে জামায়াতের ১৭ নেতা কর্মী গ্রেপ্তার ঝালকাঠিতে জামায়াতের ১৭ নেতা কর্মী গ্রেপ্তার - ajkerparibartan.com
ঝালকাঠিতে জামায়াতের ১৭ নেতা কর্মী গ্রেপ্তার

3:16 pm , September 6, 2019

ঝালকাঠি প্রতিবেদক ॥ ঝালকাঠিতে গোপন বৈঠকের সময় জেলা জামায়াতের সেক্রেটারী, পৌর আমীর, সরকারি স্কুল ও মাদ্রাসার শিক্ষকসহ ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার ভোর ৬টার দিকে গোপন সংবাদে শহরের বাহের রোড (শীতলাখোলার মোড়) এলাকার একটি বাড়ি থেকে এদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় পুলিশ।
গ্রেপ্তারকৃতদের মধ্যে জেলা জামায়াতের সেক্রেটারী ফরিদুল হক (৫২), পৌর জামায়াত আমীর মো. আব্দুল হাই সিকদার (৫৮), ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুল কুদ্দুস (৪৮), জেলা ভূমি অফিসের চতুর্থ শ্রেণির কর্মচারী মো. সাহাবুদ্দিন (৫০), বাড়ি মালিক জনতা ব্যাংকের সাবেক এজিএম মহিউদ্দিন খোকন (৬০), মাদ্রাসা শিক্ষক মো. মনিরুজ্জামান (৪৫) সহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা রয়েছেন। গ্রেপ্তারকালে ওই বাড়ি থেকে জামায়াতের সাংগঠনিক প্রচারপত্র, খাতাপত্র ও বই-পুস্তক উদ্বার করেছে পুলিশ। গ্রেপ্তার অপররা হলেন, এনজিওকর্মী হাবিবুর রহমান (৬৩), হারুণ তালুকদার (৬০), এনজিও কর্মী মাহামুদুল হাসান (৪৩), বীমাকর্মী গোলাম মোস্তফা (৬২), রাজাপুর উপজেলার কেওতা ফাজিল মাদ্রাসার লাইব্রেরীয়ান মো. সেলিম উদ্দিন (৫২), দর্জি আবুল কালম (৬০), ড্রাইভার হাফিজুর রহমান (৪৮), দর্জি নজরুল ইসলাম (৫৪), রাজমিস্ত্রী মোজাম্মেল হক (৪৫), টাইপিস্ট জাহাঙ্গীর আলম (৫৭) এবং শিক্ষানবিশ আইনজীবি ফরিদ উদ্দিন (৪০)।
ঝালকাঠি অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এমএম মাহমুদ হাসান জানান, প্রায় দুই বছর ধরে রাজাপুর উপজেলার তারাবুনিয়া দাখিল মাদ্রাসা শিক্ষক মনিরুজ্জামান শহরের ওই বাড়িটি ভাড়া নিয়ে সেখানে গোপনে জামায়াতের দলীয় কার্যক্রম চালিয়ে আসছিলেন। শুক্রবার ভোরে ওই বাড়িতে তারা সরকার বিরোধী গোপন বৈঠক করে। খবর পেয়ে ঝালকাঠি সদর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ও ২৫(ঘ) ধারায় পুলিশ বাদী হয়ে এদের সবার বিরুদ্ধে ঝালকাঠি সদর থানায় একটি মামলা দায়ের করেছে।
এছাড়া অজ্ঞাত আরও ১৫/২০জনকে আসামী করা হয়েছে বিশেষ ক্ষমতা আইনের ওই মামলায়। গ্রেপ্তার প্রত্যেককে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হবে বলেও জানান জেলা পুলিশের এ কর্মকর্তা।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT