ভোলায় মসজিদের ওজুখানার ছাদ থেকে ককটেল সাদৃশ্য ১৩টি বস্তু উদ্ধার ভোলায় মসজিদের ওজুখানার ছাদ থেকে ককটেল সাদৃশ্য ১৩টি বস্তু উদ্ধার - ajkerparibartan.com
ভোলায় মসজিদের ওজুখানার ছাদ থেকে ককটেল সাদৃশ্য ১৩টি বস্তু উদ্ধার

2:41 pm , September 1, 2019

ভোলা অফিস ॥ ভোলার চরনোয়াবাদ প্রেম রোডের বাইতুল নাজাত জামে মসজিদের ওজুখানার ছাদ থেকে ককটেল সাদৃশ্য ১৩টি বস্তু উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার দুপুরে পুলিশ এগুলো উদ্ধার করে। পুলিশ ও স্থানীয়রা জানান, ওই মসজিদের ঈমাম মোহাম্মদ হোসেন ও পরিচ্ছন্নকর্মী ওজুখানার ছাদ পরিস্কার করতে গিয়ে একটি বালতির মধ্যে কচটেপ মোড়ানো ককটেল সাদৃশ্য বস্তু দেখতে পান। জর্দার কোটায় লাল ও কালো কচটেপ মোড়ানোর বস্তুগুলো বালুভর্তি বালতির মধ্যে পরিত্যাক্ত অবস্থায় ছিল। ভোলা মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি, তদন্ত) মনির হোসেন মিয়া জানান, খবর পেয়ে তিনিসহ পুলিশের টিম ঘটনাস্থল থেকে বালতি ভর্তি বস্তুগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে। আদালতের নির্দেশ অনুযায়ি পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানিয়েছেন, ওই এলাকায় এগুলো কেন জড়ো করা হয়েছে তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT