3:17 pm , August 23, 2019
ভোলা প্রতিবেদক ॥ আনন্দ শোভাযাত্রা, আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা কর্মসূচির মধ্যদিয়ে ভোলায় ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টামির কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বিকাল ৫ টায় শহরের পৌরসভার সামনে থেকে একটি একটি বনার্ঢ্য র্যালী বের করে জেলা পূজা উদযাপন পরিষদ। র্যালীটি বাংলাস্কুল মোড, সদর রোড ঘুরে মদন মোহন মন্দিরে এসে শেষ হয়। এতে বিভিন্ন উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, মন্দির কমিটি সহ সনাতন ধর্মাবলম্বীরা অংশ নেয়। অনুষ্ঠানের উদ্বোধণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক। আলোচনা সভায় বক্তব্য রাখেন, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, জেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম নকীব, চেম্বারের পরিচালক সফিকুল ইসলাম, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রফেসর দুলাল চন্দ্র ঘোষ সাধারণ সম্পাদক গৌরাঙ্গ চন্দ্র দে।