ভোলায় ডেঙ্গু প্রতিরোধি জেলাব্যাপী একযোগে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ভোলায় ডেঙ্গু প্রতিরোধি জেলাব্যাপী একযোগে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান - ajkerparibartan.com
ভোলায় ডেঙ্গু প্রতিরোধি জেলাব্যাপী একযোগে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান

3:30 pm , August 5, 2019

ভোলা অফিস ॥ ভোলায় ডেঙ্গু প্রতিরোধে একযোগে জেলাব্যাপী পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়েছে। গতকাল সোমবার সকালে কালেক্টরেট চত্বর থেকে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক। একই সময়ে জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু তার নিজ দপ্তর থেকে পরিস্কার পরিছন্নতা অভিযান পরিচালনা করেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবার সকাল ১০টায় একযোগে জেলার সকল সরকারি, বেরকারি অফিস আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, বাসা-বাড়ি, সামাজি ও সাংস্কৃতিক সংগঠন নিজ নিজ দপ্তর ও আশপাশ পরিস্কার পরিচ্ছন্নতার অভিযান শুরু হয়। একই সময়ে জেলার সকল ব্যবসা প্রতিষ্ঠানও এই অভিযানে অংশ নেয়। পরে শহরের সচেতনতা মুলকর‌্যালী ও পথসভায় অংশ নিয়ে জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক ডেঙ্গু মোকাবিলায় সবাইকে এক হয়ে আন্তরিকতার সহিত কাজ করার আহবান জানান। সকল দপ্তর প্রধানদের তার নিজ নিজ কার্যালয়ের পরিস্কার পরিছন্নতার বিষয়টি নিশ্চিত করার নির্দেশ দেন। এছাড়া বাসাবাড়ির আঙ্গিনা ও রাস্তাঘাটে ময়লা আবর্জনা ফেললে জেল জরিমানা করার ঘোষণা দেন জেলা প্রশাসক। এদিকে জেলা প্রশাসকের এ অভিযানের সাথে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি- বেসরকারি দপ্তর এক একাত্মতা ঘোষণা করে পরিস্কার পরিচ্ছন্নতায় অংশ নেয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT