বাবুগঞ্জের বর্তমান-সাবেক উপজেলা চেয়ারম্যানের হাতাহাতি বাবুগঞ্জের বর্তমান-সাবেক উপজেলা চেয়ারম্যানের হাতাহাতি - ajkerparibartan.com
বাবুগঞ্জের বর্তমান-সাবেক উপজেলা চেয়ারম্যানের হাতাহাতি

3:15 pm , July 25, 2019

সাঈদ পান্থ ॥ বাবুগঞ্জের বর্তমান ও সাবেক উপজেলা চেয়ারম্যানের হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় উপজেলার রহমতপুর ব্রিজে ঢাকা বরিশাল মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে জেলা আওয়ামী লীগের সভাপতি ও বরিশাল ১ আসনের সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ এর নির্দেশে ও পুলিশের সহযোগিতায় অবরোধ তুলে নেন নেতাকর্মীরা।
জানা গেছে, বরিশাল জেলা পরিষদের ৭নং ওয়ার্ডের (বাবুগঞ্জ) সদস্য পদে নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী পরাজয়ের কারণ নিয়ে বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী ইমদাদুল হক দুলাল ও সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার খালেদ হোসেন স্বপন এর মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। উপজেলার পাঁচ রাস্তা সংলগ্ন এলাকায় গৌরনদী মেয়র হারিচুর রহমানের সামনে এই ঘটনা ঘটে। এদিকে আ’লীগ প্রার্থীর পরাজয়ের সংবাদ ছড়িয়ে পড়লে ঢাকাÑবরিশাল মহাসড়কে আ’লীগের সর্মথকরা উপজেলার চেয়ারম্যান কাজী ইমদাদুল হককে দায়ী করে বিক্ষোভ মিছিল বের করেন। অপরদিকে উপজেলা চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলালকে লাঞ্ছিত করার সংবাদ ছড়িয়ে পড়লে তার সর্মথকরা উপজেলা আ’লীগের সাধারন সস্পাদক সরদার খালেদ স্বপনের বিচারের দাবিতে ঢাকা-মহাসড়ক অবরোধ করে। পরে আওয়ামী লীগের হেভি ওয়েট নেতার হস্তক্ষেপে ও বিমান বন্দর থানা পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত করা হয়।
বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী ইমদাদুল হক দুলাল বলেন, ‘স্বপন পূর্বের মত সন্ত্রাসী কর্মকান্ড শুরু করেছে। পারিবারিক বিরোধের জের ধরে আওয়ামী লীগের প্রার্থীকে ভোট দেয়নি। কিন্তু স্বপন আমার উপর দায় চাপায়। আমাকে লাঞ্ছিত করার ঘটনায় রহমতপুর ব্রিজ অবরোধ করে বিক্ষোভ করেছে নেতাকর্মীরা।’
এ বিষয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার খালেদ হোসেন স্বপন বলেন, ‘গৌরনদী মেয়র হারিচুর রহমানের সামনে বসে কথাকাটাকাটি হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে। দলীয় নেতা হয়ে উপজেলা চেয়ারম্যান দুলাল দলের অপপ্রচার করছে। দলীয় প্রার্থীকে হারিয়েছেন।’
এয়ারপোর্ট থানার ওসি মাহাবুবুর রহমান বলেন, ‘ধাক্কা-ধাক্কির ঘটনায় ঘটেছিল। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়। অপর দিকে রহমতপুর ব্রিজে বিক্ষোভ করে ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধের চেষ্টা করে বিক্ষুব্ধরা। তবে আওয়ামী লীগের অভিভাবক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লার নির্দেশে তারা অবরোধ তুলে নেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT