এ প্লাসে দেশ সেরা ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা এ প্লাসে দেশ সেরা ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা - ajkerparibartan.com
এ প্লাসে দেশ সেরা ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা

3:21 pm , July 17, 2019

ঝালকাঠি প্রতিবেদক ॥ আলিম পরীক্ষায় ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা এ+(এ প্লাস) প্রাপ্তিতে মাদ্রাসা শিক্ষাবোর্ডে দেশ সেরা হয়েছে। তাদের মোট পরীক্ষার্থি ছিলো ২০৬ জন। এরমধ্যে এ প্লাস পয়েন্ট পেয়েছে ৯১ জন। ২জন ফেল করেছে। বাকি সবাই এ পয়েন্ট পেয়েছে।
এদিকে ফলাফল প্রকাশের পর বুধবার দুপুরে মাদ্রাসা প্রঙ্গনে উল্লাসে ফেটে পড়ে উত্তীর্ন শিক্ষার্থীরা। আলিমের ফলপ্রাপ্ত শিক্ষার্থী ছাড়াও শিক্ষক, অভিভাবকসহ প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীরা আনন্দে মেতে ওঠে। প্রতিষ্ঠানটির নিয়ম শৃংখলা এবং শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমের ফলে প্রতি বছরই এমন শীর্ষ ফলাফল অর্জন হচ্ছে বলে শিক্ষার্থীরা জানায়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT