সদর রোডে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়েছে চার ঘর সদর রোডে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়েছে চার ঘর - ajkerparibartan.com
সদর রোডে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়েছে চার ঘর

3:08 pm , July 12, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর সদর রোডে ভয়াবহ আগুনে পুড়ে গেছে চারটি ঘর। এতে ওই চারটি পরিবারের প্রায় চার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করা হচ্ছে। গতকাল শুক্রবার সকাল পৌনে ৮টার দিকে নগরীর সদর রোডস্থ অনামী লেনে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ক্ষতিগ্রস্থ অশোক দাস জানান, আগুনে তাদের বসত ঘরের সবকিছু পুড়ে গেছে। আগামী ৫ আগষ্ট তার মেয়ের বিয়ের কথা রয়েছে। এজন্য তাদের প্রস্তুতি ছিলো। এ কারনে ক্ষয়ক্ষতির পরিমানও বেশী হয়েছে বলে দাবী অশোকের। এদিকে আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় আশাপাশের বসবাসকারী এবং ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা স্থানীয়ভাবে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করেন। কিন্তু তাদের পৌছাবার আগেই চারটি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এর মধ্যে তিনটি ঘরে ভাড়াটিয়া এবং অপর ঘরটিতে বাড়ির মালিক ডা: মোস্তাক ঢালীর।
ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর উপ-সহকারী পরিচালক ফারুক হোসেন বলেন, আমাদের ৬টি ইউনিটের দীর্ঘ প্রচেষ্টার পরে আগুন নিয়ন্ত্রনে আসে। এতে চারটি বসতঘর পুড়ে গেলেও আশপাশের কয়েক কোটি টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে। আগুনের উৎস কি তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT