বাবুগঞ্জে বছরের পর বছর কর্দমক্ত সড়কের ভোগান্তি বাবুগঞ্জে বছরের পর বছর কর্দমক্ত সড়কের ভোগান্তি - ajkerparibartan.com
বাবুগঞ্জে বছরের পর বছর কর্দমক্ত সড়কের ভোগান্তি

3:21 pm , July 11, 2019

বাবুগঞ্জ প্রতিবেদক ॥ বাবুগঞ্জে একটি কাঁচা সড়ক দিয়ে বছরের পর বছর চরম ভোগান্তি পোহাতে হচ্ছে দুই গ্রামের প্রায় পাঁচ সহ¯্রাধিক মানুষের। অথচ, এর বিষয়ে এলাকাবাসী বেশ কয়েকবার স্থানীয় জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ধর্ণা দিলেও আজ অবদি সংস্থারের কোন উদ্যোগই গ্রহন করেননি বলে দাবী এলাকাবাসীর। বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নরে ক্লাবগঞ্জ বাজার থেকে আছিঁয়া ওয়াজেদ বালিকা মাধ্যমিক বিদ্যালয় হয়ে কাশিগঞ্জ বাজার পর্যন্ত তিন কিলোমিটার কাঁচা সড়কটির বেহাল দশায় চরম ভোগান্তিতে পড়েছে এলাকার প্রায় পাঁচ সহ¯্রাধিক মানুষ। দীর্ঘদিন যাবত এলাকাবাসী এ কাঁচা সড়কটির কাপের্টি করার দাবি জানেিয় আসলেও কোন জনপ্রতিনিধিরাই কর্নপাত করেননি বলে এলকা বাসীর দাবী। সরেজমিনে দেখাগেছে, বিগত দিনের ভারী বর্ষণে এ সড়কটি এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। প্রতিদিন এ কাঁচা সড়কটি ব্যবহার করে এলাকার সাধারণ মানুষ, ছাত্র-ছাত্রী ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ দৈনন্দিন কাজ কর্ম করছে, আর প্রতিনিয়ত চরম দুর্ভোগের মধ্যে এ সড়কটি ব্যবহার করে জম্বিলা খাতুন দাখিল মাদ্রাসা,জনপ্রিয় সরকারী প্রাথমিক বিদ্যালয়, সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয় এ্যান্ড কলেজের শিক্ষার্থীরা চর দূর্ভোগ পাড়ি তাদের শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়ত করছেন। শিক্ষার্থীদের দাবি অচিরেই এ কাঁচা সড়কটির কার্পেটিং করার। সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়রে প্রধান শিক্ষক মনজুলুর আলম টুটুল বিশ্বাস বলেন, এ কাঁচা সড়কটি দিয়ে প্রতিদিন শত শত স্কুল কলেজগামী শিক্ষার্থীরা চলচল করে, এটি কর্দমক্ত হওয়ায় বর্তমানে এটি চলাচল অনুপোযোগি,অচিরেই এটি কার্পেটিং সড়কে রুপন্তরিত করে শিক্ষার্থীসহ পথচারীদের দুর্দশা লাঘব কার হোক। কেদারপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নূরে আলম বেপারী জানান, সড়কটির ইতিমধ্যই প্রকল্প দেওয়া হয়েছে, অতি শিগ্রই এ সড়কটির কার্পেটিং’র কাজ শুরু হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT