বাংলাদেশ বিশ্ব দরবারে খুবই মোহনীয় পর্যায়ে যাবে-মার্কিন রাস্ট্রদূত বাংলাদেশ বিশ্ব দরবারে খুবই মোহনীয় পর্যায়ে যাবে-মার্কিন রাস্ট্রদূত - ajkerparibartan.com
বাংলাদেশ বিশ্ব দরবারে খুবই মোহনীয় পর্যায়ে যাবে-মার্কিন রাস্ট্রদূত

3:20 pm , July 11, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ মার্কিন রাস্ট্রদূত রবার্ট মিলার বলেছেন, বাংলাদেশ এমন একটি দেশ, যেখানে কেউ ভ্রমন করলে বুঝতে পারবে অতি শীঘ্র দেশটি আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করবে। উন্নয়ন এবং গনতন্ত্রের যাত্রা দেশটিকে বিশ্ব দরবারে খুবই মোহনীয় পর্যায়ে নিয়ে যাবে বলে মন্তব্য করেন তিনি। বরিশাল সফরের তৃতীয় ও শেষ দিন বৃহস্পতিবার দুপুরে নগরীর বিভিন্ন ঐতিহাসিক অক্সফোর্ড মিশন পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন মার্কিন রাস্ট্রদূত। এ সময় তিনি আরও বলেন, এই দেশটির যাত্রা শুরু হয়েছে মাত্র ৪৭ বছর আগে। অতিশীঘ্র দেশটি স্বাধীনতার ৫০ বছর উদযাপন করবে। আমেরিকার একজন প্রতিনিধি হিসেবে বাংলাদেশে দায়িত্ব পালন বেশ উপভোগ করছেন বলেও তিনি জানান। রাস্ট্রদূত আরও বলেন, বাংলাদেশের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক অবস্থা খুবই শান্তিপূর্ণ। বাংলাদেশে আসার পর দেশের ৮টি বিভাগ ঘুরে দেখেছেন। এই দেশে একটি সৌহার্দপূর্ণ অবস্থা বিরাজ করছে বলে আশ্বস্ত হয়েছেন তিনি। বিশেষ করে বরিশালের সৌন্দর্য তাকে মুগ্ধ করেছে বলে মন্তব্য করেন তিনি।
সফ?রের তৃতীয় দি?ন দুপুর ২টার দিকে নগরীর ঐতিহাসিক অক্সফোর্ড মিশন পরিদর্শনে যান তিনি। এ সময় তিনি চার্চে প্রার্থনায় অংশ নেন এবং ফাদার সহ অন্যান্যদের সাথে কুশল বিনিময় করেন। এছাড়া সেখানে অবস্থানরত ব্রিটিশ ও বাংলাদেশী নাগরিক লুসি হল্টের সাথে সাক্ষাত করেন।
পরে অক্সফোর্ড মিশন বিদ্যালয় পরিদর্শন করেন তিনি। এ সময় সেখানকার শিক্ষার্থীরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানায়।
এর আগে দুপুর ১টার দি?কে রাস্ট্রদূত রবার্ট মিলার নগরীর ঐতিহ্যবা?হী শংকর মঠ প?রিদর্শন করেন। সেখানে বেশ কিছুক্ষন অবস্থানকালে সংশ্লিস্টদের খোঁজ খবর নেন তিনি।
বিকেল ৪টায় তিনি বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে রওয়ান হন।
এর আগে গত বুধবার বরিশালের কড়াপুরে মোঘল আমলে নির্মিত মিয়া বাড়ি মসজিদ পরিদর্শন করেন তিনি। ৩ দিনের সফরে মঙ্গলবার নৌপথে বরিশাল আসেন মার্কিন রাস্ট্রদূত। ওইদিন বিকেলে তিনি বরিশালের বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস এবং রেঞ্জ ডিআইজি’র মো. শফিকুল ইসলামের সাথে মতবিনিময় করেন।
এদিকে মার্কিন রাস্ট্রদূতের সফরকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করে আইন শৃঙ্খলা বাহিনী।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT