মাত্র ১শ’ টাকায় পুলিশে চাকুরি স্বপ্ন পূরন ৪৪ তরুন-তরুনীর মাত্র ১শ’ টাকায় পুলিশে চাকুরি স্বপ্ন পূরন ৪৪ তরুন-তরুনীর - ajkerparibartan.com
মাত্র ১শ’ টাকায় পুলিশে চাকুরি স্বপ্ন পূরন ৪৪ তরুন-তরুনীর

3:22 pm , July 9, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ কোন আর্থিক লেনদেন বা তদবির ছাড়াই পুলিশ কনস্টেবল পদে চাকরি পেয়ে স্বপ্ন পুরন হলো বরিশালের ৪৪ তরুন-তরুনীর। গত রোববার রাতে যোগ্যতার ভিত্তিতে তাদেরকে কনস্টেবল পদে নিয়োগ চূড়ান্ত করা হয়। নিয়োগপ্রাপ্তদের মধ্যে ১৩ জন নারী ও ৩১ জন পুরুষ কনস্টেলব নিয়োগ পেয়েছেন। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় বরিশাল জেলার পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, সরকারি কোষাগারে ১০৩ টাকা জমা দিয়ে গত ১ জুলাই বরিশাল পুলিশ লাইন্সে কনস্টেবল পদের জন্য বাছাইতে অংশ নেন ১ হাজার ৮৫০ জন প্রার্থীরা। যার মধ্যে প্রাথমিক বাছাইয়ের পর শারীরিক কসরত ও ডাক্তারি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে লিখিত পরীক্ষায় অংশ নেয় ৬০৯ জন।
গত দুই জুলাই উত্তীর্ণদের লিখিত পরীক্ষা সম্পন্ন হয়। ৪ঠা জুলাই প্রকাশিত ফলাফলে উত্তীর্ণ হন ১২৩ জন। ৬ জুলাই তারা মৌখিক পরীক্ষায় অংশগ্রহন করেন। এ পরীক্ষার মাধ্যমে ৪৪ জন নারী ও পুলিশ কনস্টেবল পদে চূড়ান্ত হয়।
পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, আমি সংবাদ সম্মেলনে আগেই ঘোষনা দিয়েছিলাম যে যারা আবেদন করবেন তাদের খুচরা ৩টাকা দিতে হবে না। তাদের হয়ে আমি সকল আবেদনকারিদের ৩টাকা করে পরিশোধ করেছি। এজন্য যারা চাকরি পেয়েছে তাদের চাকরির জন্য খরচ হয়েছে মাত্র একশ টাকা।
তিনি বলেন, লিখিত পরীক্ষায় যে ১২৩ জন উত্তীর্ণ হয়েছে তারা সবাই মেধাবী ও যোগ্যতা সম্পন্ন। তার পরেও পুলিশ হেড কোয়ার্টার্সেও কঠোর অনুশাসন মেনে ও সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে ৪৪ জনকে চূড়ান্ত করা হয়েছে। এই ৪৪ জনের মধ্যেই মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধি ও নারী সহ সকল কোটা রয়েছে।
এদিকে কনস্টেল পদে চাকুরি পাওয়া তরুন-তরুনীরা মাত্র ১০০ টাকায় পুলিশে চাকুরি পেয়ে বেজায় খুশি। তারা বলেন, কোন প্রকার অবৈধ লেনদেন ছাড়াই যোগ্যতার ভিত্তিতে আমরা চাকরি পেয়েছি। এটা এক অনন্য দৃষ্টান্ত। এজন্য সরকারির প্রতি কৃতজ্ঞতার পাশাপাশি বরিশালের ডিআইজি এবং পুলিশ সুপারের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেছেন চাকরি পাওয়া তরুন-তরুনীরা।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT