গলাচিপায় মাদ্রাসা শিক্ষক’র বিরুদ্ধে ছাত্রী ধর্ষণের মামলা গলাচিপায় মাদ্রাসা শিক্ষক’র বিরুদ্ধে ছাত্রী ধর্ষণের মামলা - ajkerparibartan.com
গলাচিপায় মাদ্রাসা শিক্ষক’র বিরুদ্ধে ছাত্রী ধর্ষণের মামলা

3:25 pm , July 6, 2019

গলাচিপা প্রতিবেদক ॥ গলাচিপায় শিশু ছাত্রীকে ধর্ষণের মামলায় গ্রেপ্তার হয়েছে মাদ্রাসা শিক্ষক। শনিবার শিশু ছাত্রীর বাবা বাদী হয়ে মামলা করেছে। পুলিশ শিক্ষক’র ছোট ভাই ইব্রাহিম ফরাজীকে জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করেছে। তবে পলাতক রয়েছে শিক্ষক মোহাম্মদ ফরাজী (৪০)। সে উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চরআগস্তি গ্রামের মৃত মকবুল ফরাজীর ছেলে। এছাড়া ধর্ষিত ছাত্রীকে উদ্ধার করে ডাক্তারী পরীক্ষার জন্য পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ধর্ষক মোহাম্মদ ফরাজী একই ইউনিয়নের উত্তর চরবিশ্বাস গ্রামের নিজ বাড়িতে ‘হাদিউল উম্মা মহিলা মাদ্রাসা’ প্রতিষ্ঠা করে পরিচালনা ও শিক্ষকতা করে। আবাসিক এ মাদ্রাসায় বেশ কয়েকজন মেয়ে শিশুকে রেখে পড়ানো হয়। ধর্ষিত শিশুটি (১১) ওই মাদ্রাসার চতুর্থ শ্রেণীর ছাত্রী। তার বড় বোন (১৪) একই মাদ্রাসার হেফজ বিভাগে পড়াশোনা করে। মামলায় অভিযোগ করা হয়েছে, গত ২৯ জুন সকাল ৬ টার দিকে শিক্ষক মোহাম্মদ ফরাজী শিশুটিকে ঘরের বারান্দায় ডেকে নেয় এবং জোরপূর্বক ধর্ষণ করে। শিশুটি তার বড়বোনকে নিয়ে ওইদিন দুপুরে বাড়ি গিয়ে অভিভাবকদের বিষয়টি জানায়।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ আখতার মোর্শেদ জানান, শনিবার ভোররাতে এ ঘটনায় ধর্ষিত শিশুর বাবা মাদ্রাসা শিক্ষক মোহাম্মদ ফরাজীকে একমাত্র আসামী করে মামলা দায়ের করেছেন। তাৎক্ষণিক এলাকায় অভিযান চালিয়ে মাদ্রাসা শিক্ষক মোহাম্মদ ফরাজীর ছোট ভাই ইব্রাহিম ফরাজীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ইব্রাহিম ফরাজীও একই এলাকায় কেবলমাত্র শিশু ছেলেদের নিয়ে অপর একটি আবাসিক মাদ্রাসা পরিচালনা করে। ধর্ষক মোহাম্মদ ফরাজীকে গ্রেফতারের চেষ্টা চলছে। ভিকটিমকে মেডিক্যাল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
এদিকে, অভিযোগ উঠেছে ধর্ষণের এ ঘটনাটি ধামাচাপা দেয়ার জন্য এলাকার কয়েকজন প্রভাবশালী ব্যাপক অপচেষ্টা করেছে। ধর্ষিত শিশুর পরিবারকে মামলা দায়েরে বাধা দেয়া হয়েছে। আপোষরফার চেষ্টা করা হয়েছে। যে কারণে মামলা দায়েরে বিলম্ব ঘটেছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT