বিএনপির বিভাগীয় সমাবেশ ১৮ থেকে ২০ জুলাই বিএনপির বিভাগীয় সমাবেশ ১৮ থেকে ২০ জুলাই - ajkerparibartan.com
বিএনপির বিভাগীয় সমাবেশ ১৮ থেকে ২০ জুলাই

3:20 pm , July 6, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীতে বিভাগীয় সমাবেশ করবে বিএনপি। এ উপলক্ষ্যে গতকাল শনিবার প্রস্তুতি সভা করা হয়েছে। নগরীর সদর রোডে দলীয় কার্যালয়ে এ সভা হয়। সভায় সভাপতিত্ব করেন বিএনর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ্যাড. বিলকিস জাহান শিরিন। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব এ্যাড মজিবর রহমান সরোয়ার। প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন বরিশাল যুগ্ম সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক নান্নু, উত্তর জেলার সভাপতি অধ্যাপক মেজবা উদ্দিন ফরহাদ, দক্ষিণ জেলা বিএনপি সভাপতি আলহাজ্ব এবায়েদুল হক চাঁন, মহানগরের সাধারন সম্পাদক জিয়া উদ্দিন সিকদার, দক্ষিণ জেলার সাধারন সম্পাদক এ্যাড. আবুল কালাম শাহিন সহ বিভাগের ৬ জেলার বিএনপি সভাপতি ও সম্পাদক।
এ বিষয়ে বিএনর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ্যাড. বিলকিস জাহান শিরিন বলেন, আগামী ১৮ থেকে জুলাই’র মধ্যে নগরীতে বিভাগীয় সমাবেশ করার লক্ষ্য নেয়া হয়েছে। তবে ভেন্যু চুড়ান্ত করা হয়নি। প্রশাসনের কাছে সমাবেশ করার অনুমতি চাওয়া হবে। অনুমতি পেয়ে ভেন্যু চুড়ান্ত করা হবে। এ লক্ষ্যে ৬ জেলা কমিটির নেতৃবৃন্দ নিয়ে প্রস্তুতি সভা করা হয়েছে। সেই সভায় প্রাথমিকভাবে ওই তিনদিন নির্ধারন করা হয়েছে। ওই তিনদিনের যে কোন একদিন সমাবেশ হবে। সমাবেশ সফল করতে বিভাগের ৬ জেলায় প্রচার-প্রচারনাও করা হবে বলে জানিয়েছেন এ্যাড শিরিন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT