2:54 pm , July 5, 2019
পরিবর্তন ডেস্ক ॥ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) লাইফ সাপোর্টে থাকা বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে বলে জানিয়েছেন তার ভাই ও পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের। এরশাদের জন্য দোয়াও চেয়েছেন তিনি। আজ (শুক্রবার) জুমার নামাজের পর বায়তুল মোকাররম মসজিদে এরশাদের রোগমুক্তি ও সুস্থতা কামনায় আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে কাদের এ কথা জানান। জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের বলেন, ‘হুসাইন মুহম্মদ এরশাদ আগের চেয়ে ভালো আছেন। সর্বশেষ তাকে আজকে অনেকটা সুস্থ ও সুন্দর দেখা গেছে। তাকে চিকিৎসকদের পরামর্শে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। শ্বাস-প্রশ্বাস কৃত্রিমভাবে দেয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের রোগমুক্তির জন্য জেলা জাতীয় পার্টির একাংশের উদ্যোগে ১০টি উপজেলা এবং মহানগরীর ৩০টি ওয়ার্ডের বিভিন্ন মসজিদে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। যার মধ্যে নগরীর সদর রোডে বায়তুল মোর্কারম জামে মসজিদে বাদ জুমা অনুষ্ঠিত দোয়া মোনাজাতে অংশ নেন জেলা জাপা’র আহ্বায়ক ও পার্টির কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল, জাপা নেতা রফিকুল ইসলাম গফুর, ফোরকান তালুকদার প্রমুখ।
অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল বলেন, ‘পল্লীবন্ধু এরশাদ এর রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত করার জন্য ইমাম সমিতির মাধ্যমে বরিশাল সিটি কর্পোরেশনের ৩০টি ওয়ার্ডের ৬০টি মসজিদে আমরা চিঠি দিয়েছি। এর মধ্যে শুক্রবার বাদ জুমা ৪০টি মসজিদে আমাদের লোক উপস্থিত থেকে দোয়া-মোনাজাত করিয়েছেন। এছাড়াও জেলার অধিনস্ত ১০টি উপজেলার মসজিদগুলোতে বাদ জুমা একসাথে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
অপরদিকে মহানগর জাতীয় পার্টির উদ্যোগেও পৃথকভাবে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। দোয়া-মোনাজাতে হুসেইন মুহাম্মদ এরশাদ এর রোগ মুক্তি কামনা করে দোয়া করা হয় বলে জানিয়েছেন কমিটির সাংগঠনিক সম্পাদক একেএম মোস্তফা।
এদিকে বাদ আসর বরিশাল সদর উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে হুসেইন মুহাম্মদ এরশাদ এর রোগমুক্তি কামনায় দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। এর মধ্যে নগরীর বাংলাবাজার বড়বাড়ি জামে মসজিদে অনুষ্ঠিত দোয়া-মোনাজাতে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক ও সদর উপজেলা কমিটির সভাপতি বশির আহমেদ ঝুনু, সদর উপজেলার সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন, সহ-সভাপতি ছবুর মৃধা, মহাসিন মিয়া প্রমুখ।
মহানগরীর চকবাজার জামে এবাদুল্লাহ মছজিদে খতিব আলহজ হজরত মাওলানা মির্জা নুরুর রহমান বেগ ছাহেব জুমার ফরজ নামাজ বাদে উপস্থিত মুসল্লীয়ানগনকে সাবেক প্রেসিডেন্ট এরশাদের রোগমূক্তির জন্য দোয়া করার অনুরোধ করেন। এরপরে তিনি দোয়া মোনাজাতে মহান আল্লাহ রাব্বুল আল আমীনের দরবারে এইচএম এরশাদের জন্য পানাহ চেয়ে দোয়া করেন।