ধর্ষক চাচাত ভাইয়ের যাবজ্জীবন কারাদন্ড শিশুর ভরনপোষন রাষ্ট্রকে বহনের নির্দেশ ধর্ষক চাচাত ভাইয়ের যাবজ্জীবন কারাদন্ড শিশুর ভরনপোষন রাষ্ট্রকে বহনের নির্দেশ - ajkerparibartan.com
ধর্ষক চাচাত ভাইয়ের যাবজ্জীবন কারাদন্ড শিশুর ভরনপোষন রাষ্ট্রকে বহনের নির্দেশ

3:24 pm , June 26, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ কিশোরী বোনকে ধর্ষণের দায়ে ধর্ষক চাচাত ভাইকে যাবজ্জীবন সশ্রম করাদন্ড দিয়েছে বরিশালে একটি আদালত। একই সাথে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই বছরের কারাদন্ড দেয়া হয়েছে। এছাড়াও ধর্ষনের ফলে জন্মগ্রহনকারী শিশুপুত্র মো. কাওছার তার মায়ের তত্ত্বাবধানে থাকবে। তার ভরন-পোষনের ব্যয় ২১ বছর পূর্তি না হওয়া পর্যন্ত রাষ্ট্র বহন করবে। তবে রাস্ট্রকে তার ভরন-পোষন নির্ধারন করে দন্ডপ্রাপ্ত আসামীর অর্জিত সম্পদ থেকে আদায়ের নির্দেশ দেন ট্রাইব্যুনাল। শিশুটি তার মা অথবা বাবা কিংবা উভয়ের পরিচয়ে পরিচিত হওয়ার অধিকার রাখে বলে রায়ে উল্লেখ রয়েছে। গতকাল বুধবার বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবু আজাদ শামীম আসামীর উপস্থিতিতে দন্ডাদেশ দেন। দন্ডিত ধর্ষক চাচাতো ভাই হলো-আবু বক্কর সিদ্দিক (২৫)। সে সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের লামচড়ি গ্রামের শামসুল হক সিদ্দিকের ছেলে। বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল সুত্রে জানা গেছে, ২০০৫ সালের ১৩ মার্চ আবু বক্কর সিদ্দিক তার কিশোরী চাচাত বোনকে বিয়ের প্রলোভনে ধর্ষণ করে। এরপর থেকে কিশোরী বোনের সাথে একাধিকবার শারীরিক সম্পর্ক করে। এতে কিশোরী গর্ভবতী হয়ে পড়ে। বিষয়টি প্রকাশ পেলে স্থানীয় এলাকাবাসী সালিশ করে কিশোরীকে বিয়ের করতে ধর্ষক আবু বক্করকে নির্দেশ দেয়। কিন্তু সে বিয়ে করতে অস্বীকৃতি জানায়। তাই এই ঘটনায় কিশোরী বাদী হয়ে ২০০৬ সালের ১৬ জানুয়ারী নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করে। তদন্ত শেষে একই বছরের ১২ মার্চ মহানগরীর কাউনিয়া থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) শিশির কুমার পাল আদালতে চার্জশিট দাখিল করেন। দীর্ঘ ৩ বছর ধরে মামলার ১৬ জন স্বাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে ওই আদেশ দেয়া হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT