3:26 pm , June 23, 2019
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল গ্রীড সাব-স্টেশনের ১৩২/৩৩ কেভী ট্রান্সফর্মারে গোলযোগের ফলে রবিবার দুপুরে মহানগরী সহ সমগ্র বরিশাল ও ঝালকাঠী জেলার বেশীরভাগ এলাকায় বিদ্যুৎ বিপর্যয় নেমে আসে। গ্রীড সাব-স্টেশনের ৭৫ এমভিএ ক্ষমতার দুই নম্বর ট্রান্সফর্মারটির ব্রেকারে আকষ্মিকভাবে ‘রেড হার্ট’ সৃষ্টি হলে দুপুর ২টার পর জরুরী ভিত্তিতে তা বন্ধ করে দেয়া হয়। ফলে এ গ্রীড সাব-স্টেশনের সাথে সংযুক্ত ৩৩ কেভী লাইনগুলোতে লোডসেডিং অনিবার্য হয়ে পরে। এক নম্বর ট্রান্সফর্মারের মাধ্যমে মেডিকেল কলেজ হাসপাতাল সহ সিমিত কিছু এলাকায় বিদ্যুৎ সরবারহ অব্যাহত রাখা হলেও শুধু বরিশাল মহানগরীর ২৫টি ফিডারের অর্ধেকেই বিদ্যুৎ সরবারহ বন্ধ করে দেয়া হয়। পরিস্থিতি স্বাভাবিক হতে প্রায় দেড় ঘন্টা সময় লাগে। দুপুরের খড়তাপে টানা দেড় ঘন্টা বিদ্যুৎ সরবারহ বন্ধ থাকায় সাধারন মানুষ চরম দূর্ভোগে পরেন। রবিবার দুপুর ১২ টার পরেও কয়েক দফায় নগরীর সার্র্কিট হাউজ ফিডার সহ বিভিন্ন ফিডারে বিদ্যুৎ সরবারহ বন্ধ ছিল।