সাড়ে তিন লাখ শিশুকে ভিটামিন ‘এ’ প¬াস ক্যাপসুল সেবন সাড়ে তিন লাখ শিশুকে ভিটামিন ‘এ’ প¬াস ক্যাপসুল সেবন - ajkerparibartan.com
সাড়ে তিন লাখ শিশুকে ভিটামিন ‘এ’ প¬াস ক্যাপসুল সেবন

3:19 pm , June 22, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন এর প্রথম রাউন্ড শেষ হয়েছে। গতকাল শনিবার সিটি কর্পোরেশন ও সিভিল সার্জন কর্তৃপক্ষ এই কার্যক্রম বাস্তবায়নকরেন। সকাল ৮টা থেকে দিনভর কার্যক্রমের মাধ্যমে এ প্লাস ক্যাম্পেইনের লক্ষমাত্রা অর্জিত হয়েছে বলে দাবী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। এর আগে সকাল সাড়ে ৯টায় নগরীর ১১ নম্বর ওয়ার্ডস্থ বঙ্গবন্ধু কলোনীর কীর্তনখোলা নদীর ভেরিবাদে ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইনের উদ্বোধন করেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। নিজ হাতে শিশুদের লাল ও নীল রং-এর ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর মধ্যে দিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন মেয়র। এসময় অন্যান্যদের মধ্যে বরিশাল সিটি কর্পোরেশনের সচিব মো. ইসরাইল হোসেন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. মতিউর রহমান, প্যানেল মেয়র গাজী নঈমুল হোসেন লিটু, আয়শা তৌহিদ লুনা, বিসিসি’র স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার ডা. মো. ফয়সাল, ডা. মঞ্জুরুল আলম শুভ্র, ওয়ার্ড কাউন্সিলর মজিবর রহমান প্রমুখ। এদিকে সকালে বরিশাল জেনারেল (সদর) হাসপাতালে বরিশালের ১০ উপজেলায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. মনোনয়ার হোসেন। তিনি নগরীর সদর হাসপাতালে শিশুদের ক্যাপসুল খাওয়ানোর মধ্যে দিয়ে কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। অপরদিকে সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর বিভিন্ন টিকাদান কেন্দ্রে ঘুরে ঘুরে ‘এ প্লাস’ ক্যাম্পেইন কার্যক্রম পরিদর্শন করেন বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র সহধর্মীনি লিপি আবদুল্লাহ। নগরীর আমানতগঞ্জ রেড ক্রিসেন্ট হাসপাতাল, নগরীর কেডিসি কলোনী সহ অন্যান্য এলাকাগুলোতে নিজ হাতে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ান মেয়র পতিœ।
বরিশাল সিটি কর্পোরেশন ও জেলার সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানানো হয়েছে, তাদের যে লক্ষমাত্রা ছিলো তা অর্জিত হয়েছে। তাছাড়া ভিটামিন ‘এ প্লাস’ ক্যাপসুল খেয়ে কোন শিশু অসুস্থ বা পাশর্^প্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, বরিশাল সিটি কর্পোরেশনের ৩০টি ওয়ার্ড সহ জেলায় ৩ লাখ ৫৬ হাজার ৪৬৩ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে সিটি এলাকায় ৪৯ হাজার ৫শ ও জেলার ১০ উপজেলায় ৩ লাখ ৯৬৩ জন শিশুকে লাল ও নীল রংএর ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষমাত্রা রয়েছে। জেলার ১০ উপজেলার ৮৫টি ইউনিয়নের ২৫৫টি ওয়ার্ডে ২ হাজার ৪০ টি টিকা দান কেন্দ্রের মাধ্যমে এ ক্যাপসুল খাওয়ানো হয়। কর্মসূচি বাস্তবায়নে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেন ৪ হাজার ১০০ জন কর্মী। বরিশাল সিটি কপোরেশনের আওতায় ২২০টি কেন্দ্রের মাধ্যমে ৪৯ হাজার ৫ শত শিশুকে এই ক্যাপসুল খাওয়ানো হয়। বরিশাল সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ, সদর হাসপাতাল, শরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন সরকারি বেসরকারি ২২ টি প্রতিষ্ঠানের ৫শত জন কর্মী শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর কাজে অংশ নেয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT