নগরীতে স্কুল ছাত্রী শ্লীলতাহানীর মামলার চার্জশীট জমা নগরীতে স্কুল ছাত্রী শ্লীলতাহানীর মামলার চার্জশীট জমা - ajkerparibartan.com
নগরীতে স্কুল ছাত্রী শ্লীলতাহানীর মামলার চার্জশীট জমা

3:23 pm , June 20, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় নগরীর রুপাতলী এ ওয়াহেদ মাধ্যমিক বিদ্যালয় ছাত্রীকে অপহরণে ব্যর্থ হয়ে তার শ্লীলতাহানী ঘটানো ও পরিবারকে খুন জখমের হুমকী দেয়ার অভিযোগে দায়ের করা মামলায় এজাহারনামীয় আসামী আব্দুল্লাহ আল আদি সাগর হাওলাদারকে অভিযুক্ত করে চার্জশীট জমা দিয়েছে পুলিশ। সম্প্রতি মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালী মডেল থানার এসআই আব্দুল কুদ্দুস এ চার্জশীট জমা দেন। অভিযুক্ত আব্দুল্লাহ আল আদি সাগর বাবুগঞ্জ কেদারপুর সারেপাটানী লালু হাওরাদারের বাড়ীর হারুন অর রশিদের ছেলে। আব্দুল্লাহ বর্তমানে রুপাতলী সালাম মিয়ার পেট্রোল পাম্পের বিপরীতে শহিদ ভিলার ৪র্থ তলার ভাড়াটিয়া। আদালত সূত্র জানায়, নগরীর রুপাতলী আক্কেল আলী সড়কের ভাড়াটিয়া আবুর কালাম মোল্লার মেয়েকে বিদ্যালয়ে যাওয়া আসার পথে আব্দুল্লাহ আল আদি সাগর প্রায়ই প্রেমের প্রস্তাব দিয়ে উত্যক্ত করে। বিষয়টি আব্দুল্লাহর অভিভাবককে জানালে সে ক্ষিপ্ত হয়ে ছাত্রীকে একাধিকবার তুলে নেয়ার চেষ্টা করে। একই সাথে ছাত্রীর বাবা ও ভাইকে মোবাইল ফোনে অঙ্গহানীসহ প্রাননাশের হুমকী দেয়। এতে ছাত্রী পড়াশুনা বন্ধ করে দেয়া হয়। ২০১৮ সালে ছাত্রী এসএসসি পরীক্ষায় পাশ করলেও তার বাবা ভয়ে মেয়েকে কলেজে ভর্তি করা থেকে বিরত থাকেন। ঘটনার দিন গত ৬ এপ্রিল দুপুরে আব্দুল্লাহ সাগর অজ্ঞাতনামা আরো ২ জনকে সাথে নিয়ে ওই ছাত্রীর বাসায় যায়। সেখানে গিয়ে নাম ধরে ডাক দিলে ছাত্রী সামনের রুমে আসামাত্র আব্দুল্লাহ তার হাত ধরে টেনে নিয়ে যাবার চেষ্টা করে। এসময় ছাত্রী বাধা দিলে আব্দুল্লাহ তার শ্লালতাহানী ঘটায়। ছাত্রীর ডাক চিৎকারে তার বাবা ও ভাই এগিয়ে এলে আব্দুল্লাহসহ অন্যান্যরা তাদের মারধর করে। পরে স্থানীয়রা এগিয়ে এলে আব্দুল্লাহ মেয়েকে তার বিয়ে না দিলে তাদের অঙ্গহানী ও খুন জখমের ভয়ভীতি দেখিয়ে চলে যায়। এঘটনায় একই দিন কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন বাবা আবুল কালাম মোল্লা। দায়ের করা মামলার তদন্তকারী কর্মকর্তা ঘটনার সাথে সম্পৃক্ত থাকার প্রাথমিক সত্যতা পেয়ে আব্দুল্লাহ আল আদি সাগরকে অভিযুক্ত করে চার্জশীট জমা দেন। একই সাথে অজ্ঞাতনামা আসামীদের সনাক্ত করা গেলে তাদের বিরুদ্ধে সম্পূরক চার্জশীট জমা দেয়া হবে বলে এসআই আব্দুল কুদ্দুস মোল্লা উল্লেখ করেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT