3:14 pm , June 16, 2019
নিজস্ব প্রতিবেদক ॥ মেহেন্দিগঞ্জ উপজেলার তেতুলিয়া নদীর ভাঙনের কবল থেকে শ্রীপুরবাসীকে রক্ষায় ড্রেজিং শুরু হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় ড্রেজারের সুইচ টিপে এবং দোয়া-মোনাজাতের মাধ্যমে ড্রেজিং কার্যক্রমের উদ্বোধন করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি। এ সময় বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ এবং পানি উন্নয়ন বোর্ডের উর্ধ্বতন কর্মকর্তা সহ স্থানীয় কয়েক হাজারমানুষ উপস্থিত ছিলেন। উদ্বোধনকালে প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম বলেন, দায়িত্ব নেওয়ার পর স্থানীয় সাংসদের অনুরোধে ৩ মাস আগে ওই এলাকা পরিদর্শনে গিয়েছিলেন। তখন এলাকাবাসীর দাবীর প্রেক্ষিতে শ্রীপুরবাসীকে নদী ভাঙনের কবল থেকে রক্ষার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সে অনুযায়ী বালু ভর্তি জিও ব্যাগ ফেলে অস্থায়ীভাবে নদী ভাঙনরোধের চেস্টা করা হয়। কিন্তু নদীর তীব্র ¯্রােতের কারনে জিও ব্যাগ সরে যাচ্ছে। এতে ভাঙনরোধ হচ্ছিলো না। তাই শ্রীপুরের উল্টোদিকে তেতুলিয়া নদীর চর কেটে নদীর গতিপথ পরিবর্তন করে ভাঙনরোধের উদ্যোগ নেওয়া হয়েছে।
পানি উন্নয়ন বোর্ড দক্ষিনাঞ্চল জোনের প্রধান প্রকৌশলী জুলফিকার আলী হাওলাদার জানান, প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে তেতুলিয়া নদীর এক কিলোমিটার চর অপরসারন করা হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের নিজস্ব ড্রেজার এবং জনবল দিয়ে এই ড্রেজিং কার্যক্রমে সরকারের প্রায় ৮০ কোটি টাকা সাশ্রয় হবে। এ ড্রেজার দিয়ে প্রতিদিন ১৪ হাজার কিউবিক মিটার পলি মাটি অপসারন করা সম্ভব হবে বলে তিনি জানান।