চরফ্যাসনের দুলারহাটে ব্যবসায়ী সমিতির নির্বাচন ॥ ভোট বঞ্চিতদের বিক্ষোভ চরফ্যাসনের দুলারহাটে ব্যবসায়ী সমিতির নির্বাচন ॥ ভোট বঞ্চিতদের বিক্ষোভ - ajkerparibartan.com
চরফ্যাসনের দুলারহাটে ব্যবসায়ী সমিতির নির্বাচন ॥ ভোট বঞ্চিতদের বিক্ষোভ

3:07 pm , June 15, 2019

চরফ্যাসন প্রতিবেদক ॥ চরফ্যাসনের দুলারহাট বাজার ব্যবসায়ী সমিতি ভোটার বঞ্চিত ব্যবসায়ীদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে দুলারহাট বাজারে শতাধিক ব্যবসায়ীরা ভুয়া ভোটার বাতিল এবং ভোটার তালিকা যাচাই-বাচাই করে নির্বাচনের পূর্নরায় তফসিল ঘোষণার দাবিতে এই সমাবেশ করেছেন।
ব্যবসায়ীদের সুত্রে জানাযায়, ১৯৯৩ সনে দুলারহাট বাজার ব্যবসায়ী সমিতি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে ৩ বছর মেয়াদে আরো তিন ধাপে বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২০১৮সনে নির্বাচিত কমিটির মেয়াদ শেষে আহবায়ক কমিটি দিয়ে বাজার ব্যবসায়ী সমিতি পরিচালনা হয়ে আসছে। ২০১৯ সালে বাজার ব্যবসায়ী সমিতির ৪র্থ ধাপে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় ১৩ জুন। বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটির সিদ্ধান্ত মতে বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন তফসিল ঘোষণা করা হয়। ভোটার তালিকা যাচাই করে দেখা যায় বাজারের প্রকৃত ব্যবসায়ীদের ভোটার তালিকা থেকে আড়াল করে ভুয়া ভোটার সৃজনের মাধ্যমে আহবায়ক কমিটি ভোটার তালিকা প্রস্তুত করে নির্বাচনের তফসিল ঘোষনা দেন। প্রকৃত ব্যবসায়ীদের ভোটার তালিকা থেকে বাদ দিয়ে নির্বাচনের তফসিল ঘোষণা করায় শুক্রবার উপজেলা নির্বাহী অফিসার বরাবরে ব্যবসায়ী সমিতির ভোটার বঞ্চিত ব্যবসায়ীরা ভোটার তালিকায় অনিয়মের ও ভোটার তালিকা যাচাই- বাচাই করে নির্বাচনের পূর্ণরায় তফসিল ঘোষণার দাবিতে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
দুলারহাট বাজারের ব্যবসায়ী শাহাজান মামুন জানান,১০ বছর যাবত দুলারহাট বাজারে ব্যবসা করে আসছি। আহবায়ক কমিটির ব্যবসায়ী সমিতির নির্বাচনের সিদ্ধান্ত গ্রহন করলে ভোটার তালিকা পূর্ণরায় হালনাগাদ করার জন্য ব্যবসায়ীদের কাছ থেকে ১শ টাকা করে নেয়া হয়। এবং প্রত্যেক ব্যবসায়ীদেরকে নির্বাচনে অংশ গ্রহনের জন্য চিঠি দিয়ে আহবান জানানো হয়। কিন্তু বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনের তফসিল ঘোষণার পরে নির্বাচনে অংশ গ্রহন করার জন্য ভোটার তালিকা যাচাই করে দেখাযায় ভোটার তালিকায় তার নাম অন্তভুক্ত করা হয়নি। তিনি সাধারন সম্পাদক পদে প্রার্থী ছিলেন।
ব্যবসায়ী জাফর উল্লাহ জানান,জৈনক হারুন ডাক্তারসহ অনেক ভুয়া ভোটার তালিকায় রয়েছে যারা দুলারহাট বাজারে কোন ব্যবসা প্রতিষ্ঠান নাই। এমন অনেক ভুয়া ভোটার তালিকাভুক্ত করে আহবায়ক কমিটি বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন।
বাজার ব্যবসায়ী সমিতির যুগ্ম আহবায়ক শাহাবুদ্দিন মাষ্টার জানান, ভোটার তালিকা হালনাগাদ করার সময় কিছু ভোটার তালিকায় অন্তভুক্ত হয়নি। কি কারনে এসব প্রকৃত ব্যবসায়ীরা ভোটার তালিকায় অন্তভুক্ত হয়নি সে বিষয়টি নিরসনের চেষ্টা চলছে।
উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন জানান, বিষয়টি তদন্ত করে রিটানিং অফিসারকে ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে।
দুলারহাট বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে নিয়োজিত রিটানিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, এবিষয়ে অভিযোগ পেয়েছি । অভিযোগটির তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT