বরিশাল নৌ-বন্দরে সুরভী লঞ্চের ধাক্কায় এ্যাডভেঞ্চার ক্ষতিগ্রস্থ বরিশাল নৌ-বন্দরে সুরভী লঞ্চের ধাক্কায় এ্যাডভেঞ্চার ক্ষতিগ্রস্থ - ajkerparibartan.com
বরিশাল নৌ-বন্দরে সুরভী লঞ্চের ধাক্কায় এ্যাডভেঞ্চার ক্ষতিগ্রস্থ

3:15 pm , June 10, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ সুরভী লঞ্চের ধাক্কায় বরিশাল নৌ-বন্দরের পন্টুনে ভেড়ানো এমভি এ্যাডভেঞ্চার-১ ক্ষতিগ্রস্থ হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটেছে। এতে এ্যাডভেঞ্চার লঞ্চের কোটি টাকার ক্ষতি হয়েছে জানিয়েছেন বলে সুপারভাইজার সেলিম। তিনি জানান, কোটি টাকার ক্ষতি উল্লেখ করে বন্দর কর্মকর্তার কাছে অভিযোগ দেয়া হয়েছে। সুপার ভাইজার সেলিম জানান, ঢাকার সদরঘাটে যাত্রী নামিয়ে দিয়ে বরিশাল নৌ-বন্দরের পন্টুনে তাদের লঞ্চ ভেড়ানো ছিল। বেলা সাড়ে ১১টার দিকেসুরভী-৯ লঞ্চ বন্দরে আসে। ঘাটে সুন্দরবন ও এ্যাডভেঞ্চার লঞ্চের মাঝে একটু ফাঁক ছিল। সেই ফাঁক দিয়ে সুরভী-৯ লঞ্চ প্রবেশ করে। এতে এ্যাডভেঞ্চারের চারটি ভীম, নিচের পাটাতন, বেলকনিসহ কেবিনের চেয়ার, বেসিং ক্ষতিগ্রস্থ হয়েছে। ক্ষতির পরিমান কোটি টাকারও বেশি। লঞ্চের উপরিভাগ ক্ষতিগ্রস্থ হলেও যাত্রী নিয়ে যাত্রা করার কোন সমস্যা নেই। তাই যথারীতি লঞ্চ ঘাট ত্যাগ করেছে। তবুও এ ঘটনায় বন্দর কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
এ বিষয়ে নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের উপ-পরিচালক আজমল হুদা মিঠু জানান, ঈদের সময় পন্টুনের ভেড়ার সময় এ রকম দুর্ঘটনা ঘটে। সুরভী লঞ্চ ভেড়ার সময় এ্যাডভেঞ্চার লঞ্চের ভিআইপি কেবিনের রেলিং, পাইপ, বেসিংসহ কিছু ক্ষতি হয়েছে। এ ঘটনায় দেয়া অভিযোগে ক্ষয়ক্ষতির পরিমান উল্লেখ করেনি। দুই লঞ্চের মালিক পক্ষের সাথে কথা হয়েছে। ক্ষতিগ্রস্থ অংশের মেরামত করে দেবে সুরভী কর্তৃপক্ষ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT